লেবাননে মানবিক সহায়তার কার্যক্রম অব্যাহত

পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে ওয়েজ আর্নার্স কল্যান বোর্ডের অর্থায়নে লেবাননে দুস্থ ও অসহায় বাংলাদেশী প্রবাসীদের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত আছে। ছবি : বাংলাদেশ দূতাবাস, বৈরুত
পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে ওয়েজ আর্নার্স কল্যান বোর্ডের অর্থায়নে লেবাননে দুস্থ ও অসহায় বাংলাদেশী প্রবাসীদের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত আছে। ছবি : বাংলাদেশ দূতাবাস, বৈরুত

লেবাননে অবস্থানরত দুস্থ প্রবাসীদের মাঝে বাংলাদেশ দূতাবাস বৈরুত মানবিক সহায়তা কার্যক্রম শুরু করে গত ১১ এপ্রিল থেকে। দূতাবাস থেকে জানা যায়, এখন পর্যন্ত এক হাজারেরও বেশি প্রবাসীদের কাছে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে।

দেশটির ১০টি অঞ্চলে বসবাসরত দুস্থ প্রবাসীদের মাঝে এ সহায়তা পৌছে দেওয়া হয়। প্রতিদিন নতুন নতুন এলাকায় দূতাবাস এ সহায়তা দিচ্ছে। করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি থাকা সত্ত্বেও দূতাবাসের কর্মকর্তা – কর্মচারীরা প্রবাসীদের নিকট সরাসরি সামাজিক দূরত্ব বজায় রেখে মানবিক সহায়তা পৌঁছে দিচ্ছেন।

১১ এপ্রিল লেবাননে অবস্থানরত দুস্থ প্রবাসীদের মাঝে মানবিক সহায়তা কার্যক্রম শুরু করে বাংলাদেশ দূতাবাস বৈরুত। ছবি : বাংলাদেশ দূতাবাস, বৈরুত
১১ এপ্রিল লেবাননে অবস্থানরত দুস্থ প্রবাসীদের মাঝে মানবিক সহায়তা কার্যক্রম শুরু করে বাংলাদেশ দূতাবাস বৈরুত। ছবি : বাংলাদেশ দূতাবাস, বৈরুত


লেবাননের সব এলাকায় বসবাসরত দুস্থ ও অসহায় প্রবাসীদের মাঝে মানবিক সহায়তা বিতরণ করা হবে । পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ সহায়তা অব্যাহত থাকবে মর্মে দূতাবাস সূত্রে জানানো হয়। অবস্থা সম্পন্ন প্রবাসীদেরকেও দুস্থ প্রবাসীদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিতে অনুরোধ করা হয়েছে দূতাবাসের পক্ষ থেকে।

বাংলাদেশ দূতাবাস বৈরুত এখন পর্যন্ত এক হাজারেরও বেশি প্রবাসীদের কাছে মানবিক সহায়তা পৌঁছে দিয়েছে। ছবি : বাংলাদেশ দূতাবাস, বৈরুত
বাংলাদেশ দূতাবাস বৈরুত এখন পর্যন্ত এক হাজারেরও বেশি প্রবাসীদের কাছে মানবিক সহায়তা পৌঁছে দিয়েছে। ছবি : বাংলাদেশ দূতাবাস, বৈরুত

উল্লেখ্য যে, বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে ওয়েজ আর্নার্স কল্যান বোর্ডের অর্থায়নে বাংলাদেশ দূতাবাস বৈরুতের সার্বিক ব্যবস্থাপনায় লেবাননে দুস্থ ও অসহায় বাংলাদেশী প্রবাসীদের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত আছে।

আরও পড়ুন: