দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যবসায়ীদের ত্রাণ বিতরণ

দক্ষিণ আফ্রিকার হতদরিদ্র স্থানীয়দের মাঝে ত্রাণ সহযোগীতা নিয়ে এগিয়ে এসেছেন দেশটির বাংলাদেশি ব্যবসায়ীরা। ছবি: সংগৃহীত
দক্ষিণ আফ্রিকার হতদরিদ্র স্থানীয়দের মাঝে ত্রাণ সহযোগীতা নিয়ে এগিয়ে এসেছেন দেশটির বাংলাদেশি ব্যবসায়ীরা। ছবি: সংগৃহীত

পৃথিবীর জুড়ে করোনাভাইরাস কারণে দেওয়া লকডাউনে থাকা দেশে দেশে গরীব মানুষদের খাবার অভাব দেখা দিয়েছে।

এমন সময় দক্ষিণ আফ্রিকার হতদরিদ্র স্থানীয়দের মাঝে ত্রাণ সহযোগীতা নিয়ে এগিয়ে এসেছেন দেশটির বাংলাদেশি ব্যবসায়ীরা। অসহায়দের মাঝে খাবার ও শুকনো খাদ্যসামগ্রী বিতরণ করছেন তারা।
গত কয়েকদিন ধরে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ, কেপটাউন, ডারবানসহ ছোটবড় শহর ও গ্রামগুলোতে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে ব্যক্তিগত ও প্রবাসীদের সংগঠনগুলোর উদ্দ্যোগে।
লকডাউন চলা অবস্থা দেশেটিতে বিভিন্ন এলাকায় আরও ত্রাণ বিতরণ করা হবে বলে জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকার বাংলাদেশি ব্যবসায়ীরা।

গত কয়েকদিন ধরে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ, কেপটাউন, ডারবানসহ ছোটবড় শহর ও গ্রামগুলোতে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে দেশটির বাংলাদেশি ব্যবসায়ীদের উদ্দ্যোগে। ছবি: সংগৃহীত
গত কয়েকদিন ধরে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ, কেপটাউন, ডারবানসহ ছোটবড় শহর ও গ্রামগুলোতে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে দেশটির বাংলাদেশি ব্যবসায়ীদের উদ্দ্যোগে। ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকায় এখন পর্যন্ত তিন হাজারের বেশি জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্য ৫২ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে ফিরেছেন ৯০৩ জন ।