সৌদি আরবে ৪ হাজার অভিবাসী বাংলাদেশির জন্য খাদ্যসহায়তা প্রদান

প্রবাসীদের জন্য বাংলাদেশ সরকারের সহায়তার অংশ হিসেবে দূতাবাস ও কনস্যুলেট অভিবাসী বাংলাদেশিদের জন্য ফুড বাস্কেট বিতরণ শুরু করে ১৩ এপ্রিল থেকে। ছবি: বিজ্ঞপ্তি
প্রবাসীদের জন্য বাংলাদেশ সরকারের সহায়তার অংশ হিসেবে দূতাবাস ও কনস্যুলেট অভিবাসী বাংলাদেশিদের জন্য ফুড বাস্কেট বিতরণ শুরু করে ১৩ এপ্রিল থেকে। ছবি: বিজ্ঞপ্তি

সৌদি আরবে বসবাসরত প্রায় ৪ হাজার অভিবাসী বাংলাদেশির জন্য খাদ্যসহায়তা বিতরণ করা হয়েছে। প্রবাসীদের জন্য বাংলাদেশ সরকারের সহায়তার অংশ হিসেবে দূতাবাস ও কনস্যুলেট অভিবাসী বাংলাদেশিদের জন্য ফুড বাস্কেট বিতরণ শুরু করে ১৩ এপ্রিল থেকে।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সৌদি আরবে ২৩ মার্চ থেকে কারফিউ চলছে। এ অবস্থায় অভিবাসী বাংলাদেশিদের অনেকেই আর্থিক সংকটে পড়েছেন। এখন পর্যন্ত (৩ মে পর্যন্ত) দূতাবাসের পক্ষ থেকে প্রায় আড়াই হাজার অভিবাসী বাংলাদেশিকে এ সহায়তা প্রদান করা হয়েছে। এ ছাড়া জেদ্দা কনস্যুলেটের আওতায়ও প্রায় দুই হাজার অভিবাসীকে খাদ্যসহায়তা প্রদান করা হয়েছে। দূতাবাস ও কনস্যুলেটের অধীনে অভিবাসীদের জন্য এ সহায়তা কার্যক্রম চলমান রয়েছে।

প্রথমদিকে দূতাবাস ও কনস্যুলেটের পক্ষ থেকে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল, লবণ, সাবানসহ ১ হাজার ৫০০ ফুড বাস্কেট বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হয়। কারফিউ ও চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকায় বিপদগ্রস্ত প্রবাসীদের কাছে বর্তমানে সুপার শপের কুপন মোবাইলে বিতরণ করা হচ্ছে, যা দিয়ে প্রবাসীরা সহজেই নিকটস্থ আউটলেট থেকে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে পারবেন।

এর আগে দূতাবাস এক বিজ্ঞপ্তিতে কোনো প্রবাসী বাংলাদেশি যদি চরম খাদ্যাভাবে পড়েন এবং বেতন না পান, সে ক্ষেত্রে দূতবাসের ই–মেইলে অথবা হোয়াটসঅ্যাপে তথ্য প্রদানের অনুরোধ জানানো হয়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আর্থিক সংকটে পড়া আবেদনকারীদের তালিকা তৈরি করা হয়। তালিকা ধরে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। বিজ্ঞপ্তি