করোনার কালো থাবা

বিশ্বে এসেছে আজ অদৃশ্য এক নীরব ঘাতক

প্রবল প্রতাপে ধায় নিঃশব্দে দেশ থেকে দেশে;

শঙ্কিত মানুষ, কারও চোখে কেউ রাখে না চোখ

কোলাহল নেই দিনে, ভুতুড়ে রাত নামে দিন শেষে!

গৃহবন্দী অসহায় নর–নারী, মৃত্যুভয়ে ভীত

বাহিরে ভর করে অবিরাম নিস্তব্ধতা,

মৃতের সংখ্যা বাড়ে দিনে দিনে ক্রমাগত

বিলীন যে এখন মানুষের পরস্পর সখিতা;

গরিবের কুঁড়েঘর থেকে ধনিকের সুরম্য ভবন

অজানা আতঙ্কে জানালা-দুয়ার প্রায় বন্ধ,

ক্ষুধার্ত মানুষ কুকুর বিড়াল রাস্তায় নামে যখন

খাদ্যের ভান্ডার ছড়ায় কাফনে মাখানো কর্পূরের গন্ধ;

প্রতিনিয়ত করোনার এই দুর্দম আক্রমণ—

গতিবিধি এর বোঝা ভার, রহস্যময় এর প্রকৃতি;

বিশ্বজুড়ে অচলাবস্থার শেষ কোথায় বা কখন?

এ কি প্রকৃতির অভিশাপ, স্রষ্টার আক্রোশ, নাকি নিয়তি?