স্বাজাতিকতা

(জর্জ ফ্লয়েড উৎসর্গীকৃত)

বাতাসে মিশে আছে অদৃশ্য বিষ
সিসা, ধুলাবালি, কার্বন ডাই-অক্সাইড
আর স্বাজাতিকতা।
‘আমার দম বন্ধ হয়ে আসছে
আমি শ্বাস নিতে পারছি না...’
যতক্ষণ অম্লজান পাচ্ছিল
ফ্লয়েড আর গার্নার এ কথাই বলেছিল
তবু ছাড় পেল না, যতক্ষণ না স্তব্ধ হলো।
অথচ এরাও মানুষ আমাদেরই মতো, কিন্তু কালো।
আমি দম নিতে পারছি না, আমি পারছি না...
গলি থেকে রাজপথ, নিউইয়র্ক থেকে ক্যালিফোর্নিয়া
দিন থেকে রাত, সাদা থেকে কালো
সবাই ফ্লয়েডে আর গার্নারে কণ্ঠ হলো
আমি দম নিতে পারছি না, পারছি না, পারছি না
অযুত কণ্ঠের সেই ধ্বনি।
কেঁপে উঠল সম্রাটের সেই সাদা বাড়ি
কী হয় কি জানি?
সভাসদ, পুলিশ, মিলিটারি সানে তিনি ছোটেন বাংকারে
আজ খেপেছে জনতা তারা কি ডরায় আর হুংকারে?
আপনার কি কুন্তা-কিন্তের কথা মনে আছে?
খরগোশের ছানা দেখে যে আনন্দে আপ্লুত হতো
সাপের সঙ্গে নৃত্য করত,
নদীর জলে নিজের ছায়া দেখে থামকে যেত
হাঁ করে মুখে নিত বৃষ্টির ফোঁটা।
একদিন শিকলে বন্দী করে কৃতদাসরূপে
তারে আনা হলো সভ্য নামধারী অসভ্য মানুষের কাছে।
সেই থেকে মুক্তির লড়াইয়ে কতবার রক্তে রঞ্জিত হলো
আখের খেত, তুলাবাগান আর মিসিসিপি নদী।
সম-অধিকারের নামে কত আন্দোলন, সংশোধন হলো সংবিধান।
সব ব্যর্থ করে এখনো বিনা বিচারে তারা দিচ্ছে প্রাণ।
জানি আমাদের এই অপারগতার ক্ষমা নাই
তবু ফ্লয়েড, গার্নার, তোমাদের কাছে হাঁটু গেড়ে বসে ক্ষমা চাই।
বি: দ্র: ইতিপূর্বে গার্নারকে নিউইয়র্কে একইভাবে হত্যা করা হয়েছিল।