মৃত্যুদূত করোনা

মৃত্যু থাকে সড়ক যানে

দূরপাল্লার চলন্ত ট্রেনে,

মৃত্যু চলে সঙ্গী হয়ে

যখন থাকি এরোপ্লেনে ;

মৃত্যু দেখি সাপের ফণায়,

প্রয়োজনের বিদ্যুতে-

মৃত্যু থাকে লুকিয়ে থাকা

বাঘের থাবায় গহীন বনে ;

মৃত্যু থাকে নির্মাণাধীন

বহুতলার দালানকোটায়,

বাঁশের সিঁড়ির উঁচু ধাপে

কর্মরত শ্রমিক যখন ;

মৃত্যু থাকে রণাঙ্গনে,

কামান থেকে ছোড়া গোলায়,

শূন্যে উড়া যুদ্ধবিমান

বৃক্ষ মাঝে ছড়ায় কাঁপন।

মৃত্যু থাকে ক্লিনিকে আর হাসপাতালে-

মানুষ যেথা জটিল কোনো রোগে ভোগে,

মৃত্যু থাকে লতাপাতায়, ফুলের তোড়ায়

কাঁকড়াবিছার তীক্ষ্ণ হুলে ;

মৃত্যু এখন খুবই কাছে

দোরগোড়াতে প্রতিক্ষণে,

দুয়ার খোলার বল্টু-হাতলে

হাতব্যাগ আর মোবাইল ফোনে ;

প্রিয়জনের উপহারে

বরের দেওয়া অলংকারে

নগদ টাকার লেনদেনে,

সব রকমের আপ্যায়নে।

মৃত্যুর নাম করোনা এখন

বাসা বাঁধে মানবদেহে,

মানুষ এখন সাপের মতো

মানুষ পালায় মানুষ দেখে।