জীবন ধূসর মাঠ

সোনার খাঁচায় বন্দী যে সুখ

জীবন ফিকে সেথা,
দুখের সাথি যতই সাজুক
বুঝবে না সে ব্যথা।

রোদ বৃষ্টির খামখেয়ালি
আকাশ বড়ই একা,
সূর্য স্নানে রংধনুতে
আঁকে ব্যথার রেখা।

তোমার আমার ব্যালকনিতে
একই রোদের খেলা,
দিনের শেষে একই সাথে,
নামে সন্ধ্যাবেলা।

রাতের চোখে অলস প্রেমের
মিষ্টি স্বপ্নপুর,
অকারণে মন সেতারে
বাজায় বেহাগ সুর।

দুখের পাড়ে সুখের সাগর
শান বাঁধানো ঘাট
জীবনেরই বাঁকে বাঁকে
শুধুই ধূসর মাঠ।