তানিম ও অনন্যার কত্থক ও সরোদের যুগলবন্দী

অস্ট্রেলিয়া ও বাংলাদেশ থেকে একসঙ্গে অনলাইনে পরিবেশিত হলো ‘দ্য রাইজ অব ড্রিমস’ নামে কত্থক ও সরোদ যুগলবন্দী। ওস্তাদ আলাউদ্দীন খাঁর রাগের ওপর অস্ট্রেলিয়াপ্রবাসী তানিম হায়াত খানের রাগ মিশ্রণের সরোদে বাদনে কত্থক নৃত্য পরিবেশন করেন বাংলাদেশ থেকে অনন্যা ওয়াফি রহমান সঙ্গে তবলায় সঙ্গত করেন সঞ্জীব মজুমদার।

করোনার অন্ধকার থেকে প্রকৃতি আবার একদিন ফিরে পাবে প্রাণ, উড়বে পাখি, ফুটবে ফুল এবং বর্তমান দুঃসময়কে পেছনে ফেলে নতুন স্বপ্নের পুনর্জাগরণের পথে সবাই সামনে এগোবে আবার—এই প্রত্যাশাই পরিবেশনার মূল আখ্যান।

সরোদশিল্পী তানিম হায়াত খান উপমহাদেশের প্রখ্যাত সংগীতজ্ঞ ওস্তাদ আয়েত আলী খাঁর দৌহিত্র। সংগীতগবেষক মোবারক হোসেন খান ও সংগীতশিল্পী ফওজিয়া ইয়াসমিনের সন্তান। তানিম সেনীয়া মাইহার ঘরানার একজন সরোদিয়া। তিনি বর্তমানে অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করেন।

ঘরবন্দী এই সময়ে পরিবেশনাটি দেখা যাবে ইউটিউবের এই লিংকে https://youtu.be/zDeQYBHAdlA