প্রচ্ছদ

এভাবেই শেষ হয় আমাদের এক-একটা দিন

এক-একটা অধ্যায় ।

ক্লান্ত গল্পের ক্লান্তির মতো

তাকে ভাবলেই এখন মনে হয়

সে যেন আরব্য রজনীর কোনো এক শাহি গণিকা।


মানুষ ঝরনার আদিম ভাষায়

ক্রমাগত আলপনা আঁকে

মায়া চিহ্ন থেকে অবারিত প্রণয়ের সুবাস নেয়

চোখে চোখ, আঙুলে আঙুল, দেখাদেখি

এসব এখন পরিত্যক্ত প্রেমের কথা বলে,

বিবর্তনের একলা ভিড়ে

মনে হয় আরেকটু বাঁচি,

জানি মিহি সুর এ তোমার কোনো দিন হবার নয়

তোমার বিলাসী আমেজ, জমাট অভিমান

এসবই তোমার অহংকার ।


তোমার ওসব তালুক, মুলুক আমি চাই না

মিথ্যাচার, বানোয়াট গল্প

মনমরা জোছনা, না, তা-ও আমি চাই না

আমি চাই মলিন হাওয়া

উড়ালপঙ্খী, বিলকুল সুখের নগর,

সময়ের ভাঁজ খুলে সুখের জোয়ার, শ্রদ্ধা, ভালোবাসা

অসাধারণ সব প্রচ্ছদ।