প্যারিসে ফিরলেন আরও ১৪৫ প্রবাসী বাংলাদেশি

করোনাভাইরাসে কারণে বাংলাদেশে আটকে পড়া আরও ১৪৫ জন ফ্রান্সপ্রবাসী বাংলাদেশি প্যারিসে পৌঁছেছেন। ছবি: সংগৃহীত
করোনাভাইরাসে কারণে বাংলাদেশে আটকে পড়া আরও ১৪৫ জন ফ্রান্সপ্রবাসী বাংলাদেশি প্যারিসে পৌঁছেছেন। ছবি: সংগৃহীত

করোনাভাইরাসে কারণে বাংলাদেশে আটকে পড়া আরও ১৪৫ জন ফ্রান্সপ্রবাসী বাংলাদেশি প্যারিসে পৌঁছেছেন। গতকাল সোমবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় চার্লস দ্য গল (সিডিজি) বিমানবন্দরে ইউএস–বাংলা এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে তাঁরা পৌঁছান। এ সময় তাঁদের স্বাগত জানান অল ইউরোপিয়ান অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আয়েবা) মহাসচিব কাজী এনায়েত উল্লাহ, দূতাবাসের কাউন্সিলর মাহবুব আলমসহ আয়েবার নেতারা। 

বাংলাদেশ দূতাবাস প্যারিস বিমানবাহিনী কল্যাণ ট্রাস্টের সার্বিক সহযোগিতায় আয়েবা এই বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করে। এর আগে ২৪৭ জন ফ্রান্সপ্রবাসী বাংলাদেশি বিমানের একটি বিশেষ ফ্লাইট প্যারিস পৌঁছান।

কাজী এনায়েত উল্লাহ বলেন, করোনার সংকটের কারণে ফ্রান্সপ্রবাসী বাংলাদেশিরা দেশে গিয়ে ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ার কারণে তাঁরা আটকা পড়েন। তাঁদের অনুরোধের পরিপ্রেক্ষিতে এ বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করা হয় সংগঠনের পক্ষ থেকে।

উল্লেখ্য, এই প্রথম ইউএস–বাংলা এয়ারলাইনস প্যারিসে অবতরণ করল।