জিরো টলারেন্স

এগারো বছর কাটল
তুমি এলে না
কত জ্ঞানী-গুণীর মুখে
তুমি বারবার এসেছো
কিন্তু বাস্তবে তোমার
দেখা আজও পেলাম না ।

জানো জিরো টলারেন্স,
তোমার নামটাতেই
কেমন একটা নেশা নেশা
ভাব আছে
মুখে নিলে কেমন যেন
পুলকিত লাগে ।
এটা জানো তুমি ?

একটা যখন অনাচার ধরা পড়ে
সবাই তোমার নেয় আর বলে
আইন নিজের গতিতে চলবে
একেবারে জিরো টলারেন্স !
কিন্তু কীভাবে চলে তা আর
জানা হয়ে উঠে না !

কত খুন-চুরি-ডাকাতি অহরহ চলছে
যখনই এসবের কিছু ধরা পড়ে
তোমার নামে যেন মাতম চলে
এবং এটা চলে সর্বত্র
ওপর -নিচের কোন বাছ-বিচার থাকে না
একেবারেই ।

শেষ পর্যন্ত সব জিরো টলারেন্স
গিয়ে জমা হয়
কোন এক হাসপাতালে ।
কোন সুবিশাল এক এসি রুমে
যেখানে সব আকামের পুনরাবৃত্তি
চলে ঠিক আগেরই মতো ।

তুমি আসো, জিরো টলারেন্স !
প্লিজ, তুমি আসো ।
তোমার আসা যে খুবই প্রয়োজন !