অভিবাসী নারীরাও রেমিট্যান্স প্রেরণে ভূমিকা রাখছেন

প্রস্ফুটিত ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করছেন সৈয়দা গুলে আরজু। ছবি: দূতাবাস
প্রস্ফুটিত ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করছেন সৈয়দা গুলে আরজু। ছবি: দূতাবাস

সৌদি আরবে কর্মরত অভিবাসী পুরুষদের পাশাপাশি নারীরাও দেশে রেমিট্যান্স প্রেরণে উল্লেখযোগ্য ভূমিকা রাখছেন। রিয়াদে নারীর সৃজনশীলতা নিয়ে প্রকাশিত ম্যাগাজিন ‘প্রস্ফুটিত’র মোড়ক উন্মোচনকালে এ কথা বলেন ম্যাগাজিনের প্রধান পৃষ্ঠপোষক রাষ্ট্রদূত গোলাম মসীহর সহধর্মিণী সৈয়দা গুলে আরজু। গত ২৯ জুলাই রাতে রিয়াদের বাংলাদেশ হাউসে এ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়।

এ সময় এ ম্যাগাজিনের প্রধান সম্পাদক রিয়াদের দার আল উলুম ইউনিভার্সিটির বিভাগীয় প্রধান চিকিৎসক ফাতেমা আখতার, পেস্ট্রি শেফ আয়েশা মারিয়াম, রিয়াদ ব্রিটিশ কাউন্সিলের প্রশিক্ষক মাবরুকা তোয়াহা, আমিনা ফাতেমা, কিং সৌদ ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক তাহসিনুল হক ও রিয়াদ দূতাবাসের প্রথম সচিব (প্রেস) মোহাম্মদ ফখরুল ইসলাম উপস্থিত ছিলেন।

ক্রেস্ট গ্রহণ করছে আয়েশা মারিয়াম। ছবি: দূতাবাস
ক্রেস্ট গ্রহণ করছে আয়েশা মারিয়াম। ছবি: দূতাবাস

সৈয়দা গুলে আরজু বলেন, সৌদি আরবে পুরুষদের পাশাপাশি নারী গৃহকর্মীরাও দেশে উল্লেখযোগ্য পরিমাণ রেমিট্যান্স প্রেরণ করছেন। সেই সঙ্গে অনেক নারী এখানে চিকিৎসক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকসহ সফলভাবে বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছেন, যাঁরা সৌদি আরবে দেশের মুখ উজ্জ্বল করছেন। নারীরা তাঁদের পেশার পাশাপাশি অনেকেই বিভিন্ন সৃষ্টিশীল কাজেও নিয়োজিত রয়েছেন। এ ম্যাগাজিন প্রকাশের মাধ্যমে অভিবাসী নারীদের সৃষ্টিশীলতার বিভিন্ন বিষয় ফুটে উঠেছে।

ক্রেস্ট গ্রহণ করছেন চিকিৎসক ফাতেমা আখতার। ছবি: দূতাবাস
ক্রেস্ট গ্রহণ করছেন চিকিৎসক ফাতেমা আখতার। ছবি: দূতাবাস

ম্যাগাজিনের প্রধান সম্পাদক ফাতেমা আখতার বলেন, সৌদি আরবে বসবাসরত অনেক অভিবাসী নারী বিভিন্ন সৃষ্টিশীল কাজে নিয়োজিত রয়েছেন, যা এই ম্যাগাজিনে স্থান পেয়েছে। আশা করি ‘প্রস্ফুটিত’ ম্যাগাজিনের মাধ্যমে নারীরা অনুপ্রেরণা লাভ করবেন। সেই সঙ্গে প্রবাসী নারীদের সাহিত্যচর্চায়ও এটি সহায়ক হিসেবে কাজ করবে। অভিবাসী নারীদের ব্যস্ততার মাঝে এ ম্যাগাজিন সবাইকে সৃজনশীল কাজে উদ্দীপ্ত করবে।

ক্রেস্ট গ্রহণ করছেন মাব্রুকা তোয়াহা। ছবি: দূতাবাস
ক্রেস্ট গ্রহণ করছেন মাব্রুকা তোয়াহা। ছবি: দূতাবাস

এ সময় এ ম্যাগাজিন থেকে কবিতা ‘প্রেমান্ধ’ আবৃত্তি করেন মাবরুকা তোয়াহা, ‘চলতি পথে ফিরে দেখা’ গল্পটি পাঠ করেন ফাতেমা আখতার ও ‘Listen to your literature’ পাঠ করেন আয়েশা মারিয়াম। অনুষ্ঠান শেষে দেশের শান্তি, সমৃদ্ধির জন্য ও প্রবাসী সব অভিবাসীর জন্য বিশেষ দোয়া করা হয়। বিজ্ঞপ্তি