ক্যানবেরায় শেখ কামালের জন্মবার্ষিকী পালিত হয়

অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ সুফিউর রহমান অনুষ্ঠানে বক্তব্য রাখছেন। ছবি: দূতাবাস
অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ সুফিউর রহমান অনুষ্ঠানে বক্তব্য রাখছেন। ছবি: দূতাবাস

অস্ট্রেলিয়ার ক্যানবেরাস্থ বাংলাদেশ দূতাবাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ কামালের জন্মবার্ষিকী পালিত হয়েছে।

দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ বুধবার আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছেলে মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী পালন করা হয়। অনুষ্ঠানের শুরুতে শহীদ কামালের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। আলোচনায় শেখ কামালের দূরদর্শিতা, ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে অতুলনীয় অবদান, সাংগঠনিক নেতৃত্ব এবং তার রাজনৈতিক পরিচয়কে পেছনে ফেলে স্বমহিমায় উদ্ভাসিত হওয়ার নানা বিষয় তুলে ধরা হয়। এ ছাড়া, শহীদ শেখ কামালের জীবন ও কর্মের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্রও প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ সুফিউর রহমান।