বিজ্ঞাপন দেখে প্রমোশন হয় না

প্রতিকি ছবি
প্রতিকি ছবি

লোভ নিয়ে কয়েকটি কথা খুব প্রচলিত, ‘লোভে পাপ, পাপে মৃত্যু’, ‘অতি লোভে তাঁতি নষ্ট’—এই কথাগুলো চিরন্তন সত্য।

আমার অফিসের বস টাকলু। বসের মাথার সামনের দিক দিয়ে চুল নেই, দুই পাশে এবং পেছনে সামান্য কিছু চুল আছে। টাক সমস্যায় তিনি বিভিন্ন চিকিৎসকসহ আমাদের অফিসের সব কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে কথা বলেও কোনো ফলাফল পায়নি।

গতকাল রাতে বাসায় বসে টেলিভিশন দেখছিলাম, টেলিভিশনে বিজ্ঞাপন চলছে। হঠাৎ টাক সমস্যা নিয়ে একটা বিজ্ঞাপন এল। টাক সমস্যায় ভুগছেন, আর টেনশন নয়, বাজারে নতুন এসেছে, একদম ১০০% গ্যারান্টি, চুল ওঠার জন্য এই তেলটি ব্যবহার করুন। মাত্র অল্প কয়েক ঘণ্টায় চুল উঠবেই উঠবে। বিজ্ঞাপন দেখে আনন্দে নাচতে ইচ্ছে করতেছে, তাড়াতাড়ি বিজ্ঞাপনে দেওয়া নম্বরে কল করে অর্ডার করে দিলাম, ১ ঘণ্টার মধ্যে বাসায় দিয়ে গেল।

অফিসে বহুদিন চাকরি করছি কিন্তু আমার প্রমোশন হচ্ছে না, আমার পরে যাঁরা চাকরিতে জয়েন করেছেন, তাঁরা প্রমোশন পেয়ে আমার ওপরে। এই তেলটা স্যারকে দিলে নিশ্চিত খুশি হবেন। যেহেতু কয়েক ঘণ্টা পর চুল ওঠার গ্যারান্টি দিয়েছে, তাহলে পরের দিন প্রমোশন হয়ে যেতেও পারে।

যথারীতি অফিসে গেলাম,
স্যার, আপনার জন্য সারপ্রাইজ আছে।
কিসের সারপ্রাইজ?
স্যার, এই নিন, এ তেলটা ব্যবহার করলে মাত্র অল্প কয়েক ঘণ্টায় চুল উঠবে, গ্যারান্টি।
তাই নাকি! দেখি দেখি।
এই নিন স্যার।
বাহ, যদি চুল ওঠে, তাহলে তোমাকে আগামীকাল প্রমোশন করা হবে, আমার পক্ষ থেকে এটা তোমার উপহার।
ধন্যবাদ স্যার।
ওয়েলকাম।

স্যারের রুম থেকে বের হয়ে একটা নাচ দিলাম, অফিসের কর্মকর্তা-কর্মচারী সবাই অবাক হয়ে তাকিয়ে আছেন।
আরে ভাই কী হলো? এত খুশি যে? খুশিতে নাচানাচি শুরু করে দিলে!
আরে, দেখবে দেখবে, আগামীকাল সব দেখবে।

অফিস শেষ করে বাসায় এলাম, আহ, খুশিতে একদম অবস্থা খারাপ।
ঘুমাতে গিয়েছি, খুশিতে ঘুম আসছে না।
সারা রাত সকালের অপেক্ষায় ছিলাম, না ঘুমিয়ে রাত কাটিয়ে দিলাম। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে অফিসের উদ্দেশে বের হয়ে গেলাম।

অফিসে ডুকে সবে নিজের ডেস্কে এসে বসলাম, সঙ্গে সঙ্গে স্যারের ডাক।
স্যারের রুমে প্রবেশ করব, মনে আনন্দ আর খুশি দেখে কে।

স্যার, আসতে পারি?
আসেন...আসেন।
একি স্যার, আপনার বাকি চুলগুলো কোথায়?
কোথায় তাই না, ওই টাকলু ছিলাম, ভালোই তো ছিলাম। তুই আমারে কী তেল দিছস, আমার মাথায় বাকি যে চুলগুলো ছিল, সেগুলোও উঠে গিয়েছে।
স্যার, বিজ্ঞাপনে তো চুল ওঠার ১০০% গ্যারান্টি দিয়েছে।
হ্যাঁ, চুল তো উঠেছে, মাথায় যে বাকি চুলগুলো ছিল, সেগুলো তো উঠে গেছে। এখন তোকে প্রমোশনের পরিবর্তে এই অফিস থেকে বরখাস্ত করা হলো। এই নে তোর তেল, এখনই অফিস থেকে বের হবি, নয়তো তেলগুলো তোর চুলে মালিশ করব বলে দিচ্ছি।
স্যার একটু...
কোনো কথা না, যাবি নাকি তেলগুলো তোর মাথায় মালিশ করব?
জি স্যার, যাচ্ছি।

দুঃখ ভরা মন নিয়ে স্যারের রুম থেকে বের হয়ে দেখলাম অফিসের সব কর্মকর্তা-কর্মচারী দরজার সামনে দাঁড়িয়ে আছেন, স্যার যেভাবে চেঁচামেচি করল, আসারই কথা।

কী ভাই, এই জন্য কি গতকাল নাচানাচি করেছেন?

দুঃখ ভরা ক্লান্ত মন নিয়ে রাস্তায় পাগলের মতো হাঁটছি। না বুঝে কেন যে বিজ্ঞাপন থেকে পণ্য কিনলাম। অতি লোভে তাঁতি নষ্ট, লোভে পাপ পাপে মৃত্যু—এই কথাগুলো চিরন্তন সত্য।