পর্তুগালের রাজধানী লিসবনে স্থায়ী শহীদ মিনার

.
.

পর্তুগালের রাজধানী লিসবনে অবস্থিত বাংলাদেশ দুতাবাসের উদ্যোগে লিসবন সিটি কর্পোরেশনের সহায়তায় লিসবনের ক্যাম্প মার্তিরেস দা পাট্রিয়া পার্কে (Campo Mártires da Pátria) প্রতিষ্ঠিত হলো ভাষা শহীদদের স্বরণে স্থায়ী শহীদ মিনার। গত ২১শে ফেব্রুয়ারী মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিন সকালে পুর্তগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ ভাষা শহীদদের স্বরণে পুস্প অর্পনের মাধ্যমে শহীদ মিনার উদ্বোধন করেন। এসময় জুন্তা দ্যা ফেগসিয়া এর প্রেসিডেন্ট ম্যারগারিদা মারতিন্স, লিসবনের বাংলাদেশ দুতাবাসের প্রথম সচিব মোঃ খালেদ, ভারতের রাষ্ট্রদূত ডঃ জীতেন্দ্র নাথ মিশ্রা, লিসবন মিউনিসিপালিটির প্রতিনিধি, লিসবনের বাংলাদেশ দুতাবাসের কর্মকর্তাবৃন্দ, লিসবনের মেয়রের প্রতিনিধি, লিসবনের বাংলাদেশ আওয়ামীলীগ ও বিএনপি প্রতিনিধিগণ, বৃহত্তর ফরিদপুর সমিতি, ফেনী সমিতি, নোয়াখালী সমিতি সহ বিভিন্ন সামাজিক সংগঠন এবং লিসবন প্রবাসী শতাধিক বাংলাদেশী উপস্থিত ছিলেন।
[email protected]