ক্রিকেটে প্রবাসী বাঙালিরাও পিছিয়ে নেই

রাইজিং স্টার্স ক্রিকেট দলের খেলোয়াড়রা
রাইজিং স্টার্স ক্রিকেট দলের খেলোয়াড়রা

জাপানের মতো ব্যস্ত দেশেও প্রবাসী বাঙালিরা কাজের ফাঁকে ফাঁকে ক্রিকেট খেলার স্বপ্ন দেখেন৷ তাঁদের সেই স্বপ্ন আজ বাস্তবে রূপ নিয়েছে রাইজিং স্টার্স নামে একটি নতুন ক্রীড়া সংগঠনের মাধ্যমে৷ জাপানে উইন্টার ক্রিকেট লিগ কাপ ২০১৫ কিছুদিন আগে শেষ হয়েছে৷ এতে চ্যাম্পিয়ন হয়েছে প্রবাসী বাংলাদেশিদের খুদে ক্রিকেট দল রাইজিং ষ্টার্স৷ ক্রিকেটের মাধ্যমে বাংলাদেশের গৌরব জাপানের মাটিতে ক্রমাগত বৃদ্ধির পথে৷ বাঙালিদের এই দলটি পরবর্তী খেলায় অংশ নিবে জাপান কাপ ২০১৫-তে৷ দলটি প্রতি বছর ছয়টি করপোরেট সাইড টুর্নামেন্টে অংশ নেবে ৷ এ ছাড়া অন্য দেশগুলোর সঙ্গে চেষ্টা করবে প্রীতি ম্যাচে অংশ নিতে ৷
গত ১৮ এপ্রিল শনিবার সন্ধ্যায় রাইজিং স্টার্সের উদ্যোগে টোকিওতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ ভারতীয় রেস্তোরাঁ বাবু ডালিতে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মাসুদ-বিন-মোমেন। বিশেষ অতিথি ছিলেন দূতাবাসের কমার্শিয়াল কাউন্সিলর মোহাম্মাদ হাসান আরিফ, নাসেরুল হাকিম, বাদল চাকলাদার, মনি ঠাকুর ও হ‌ুমায়ূন কবির প্রমুখ৷ টোকিওপ্রবাসী অনেক বাংলাদেশি এতে সপরিবারে যোগ দেন।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত মাসুদ-বিন-মোমেন বলেন, জাপানে প্রবাসী বাংলাদেশিদের খুদে ক্রিকেটে দলের চ্যাম্পিয়ন হওয়ার বিষয়টি আমাদের জন্য অত্যন্ত আনন্দের৷ এর মাধ্যমে জাপানে আমাদের দেশের মর্যাদা বৃদ্ধি পাবে। টোকিওতে বাংলাদেশ কাপ নাম দিয়ে একটি ক্রিকেট টুর্নামেন্ট করা যায় কি না তা তিনি চিন্তাভাবনা করে দেখবেন বলে জানান৷ উল্লেখ্য, জাপানপ্রবাসী বিভিন্ন দেশের নাগরিকদের এই অংশগ্রহণে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে মুক্ত আলোচনা পর্বে নারীরাও অংশ নেন। তাঁরা বলেন, ছুটির দিনগুলোতে পারিবারিক নানা কাজ থাকে। তার পরও ছুটির দিনে যাতে পুরুষেরা খেলাধুলা করতে পারেন সে ব্যাপারে তাঁরা একটু সহনশীল হবেন৷
অন্যান্য অতিথিরা বলেন, তাঁরা রাইজিং স্টার্সকে সহযোগিতার পাশাপাশি তাঁদের সন্তানদের খেলাধুলার ব্যাপারে উৎ​সাহ দেবেন৷

অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে খেলোয়াড়রা
অনুষ্ঠানে অতিথিদের সঙ্গে খেলোয়াড়রা


নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গোলাম মাসুম জিকো৷
উল্লেখ্য, জাপানপ্রবাসী রেজওয়ানুর কবির রাজিন কয়েকজন প্রবাসী বাংলাদেশির সহযোগিতায় রাইজিং স্টার্স ক্রীড়া সংগঠন প্রতিষ্ঠা করেন। পরে জাপান ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে সম্পৃক্ত হয়ে দলটি স্থানীয় বিভিন্ন ক্রিকেট ম্যাচে নিয়মিতভাবে অংশ নিতে থাকে৷
রাইজিং ষ্টার্স ক্রিকেট দলের হয়ে প্রবাসী বাংলাদেশি যারা বর্তমানে খেলছেন তাঁরা হলেন: এম রেজাউল হক সুমন, শেখ নজরুল, ওবাইদুস সোবহান সাঈদ, কাজী মুরাদ, আবু হাসনাত আলম, পারভেজ সঞ্চয়, আউয়াল হোসেন, মোছলেহ উদ্দিন, ইফতেখার এনাম, মহিবুল হাসান, নাঈমুল সাঈদ, আবদুল্লাহ মামুন, সাইফ উল্লাহ, অনুপম মণ্ডল, সৈয়দ হোসাইন আহমেদ, মোস্তাক সাকিল আহমেদ, তালুকদার রনি, মোহাম্মাদ হাসান আরিফ ও রেজওয়ানুর কবির রাজিন প্রমুখ৷ খেলোয়াড়ের জন্য বাংলাদেশ থেকে আনা হয়েছে ইউনিফর্ম৷ ভবিষ্যতে নতুন খেলোয়াড়দের খেলার পথ যেন সুগম হয় সে জন্য দলটিকে তাঁরা একটি পরিপূর্ণ ক্রীড়া সংগঠন হিসেবে রূপ দেওয়ার চেষ্টা করছেন। এ জন্য তাঁরা জাপানপ্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা কামনা করেছেন৷ রাইজিং স্টার্স ভবিষ্যতে জাপানের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোতে নেপথ্যে থেকে সাহায্য করার চেষ্টা করবে৷ এ ছাড়া ক্রিকেট দলটির আরও একটি ভবিষ্যৎ পরিকল্পনা রয়েছে। খেলার মধ্য দিয়ে অর্জিত অর্থ বাংলাদেশের দুস্থদের কল্যাণে ব্যয় করা হবে৷