মনে পড়ে সুজনেষু?

তোমায় প্রথম দেখেছিলাম এক মাতাল বরষায়

দাঁড়িয়েছিলে অঝোর ধারায়, আর—
ভীরু ভালোবাসায় ছুঁয়ে ছিলে তার কম্পিত হাত দু’খানি!
ভরা পূর্ণিমাতেও দেখেছি তোমায়, পাশে ছিল সে—
জ্যোৎস্নার আলো গলে গলে পড়ছিল
তার দুটি চোখের তারায়,
তুমি?
নির্বাক তুমি—স্নান করছিলে সেই আলোয়!
দেখেছি তোমায় আলো-আঁধারির সেই হিমেল রাতেও—
সেদিনও ছিল সে পাশে,
ছিল অর্থহীন না বলা কথার বন্যা—
আর তুমি?
মুগ্ধ তুমি সাঁতার কাটছিলে—
তার জোনাকি আলো টিপের মাঝে!
মনে পড়ে সুজনেষু?

(লেখিকা কম্বোডিয়ার নমপেনবাসী)