অ্যামনেস্টির বক্তব্যের প্রতিবাদে নিউইয়র্কে সমাবেশ

প্রতিবাদ সমাবেশের দৃশ্য
প্রতিবাদ সমাবেশের দৃশ্য

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বক্তব্যের প্রতিবাদে নিউইয়র্কের জ্যাকসন হাইটস ড্রাইভারসিটি প্লাজায় ইউএস কমিটি ফর সেক্যুলার ডেমোক্রেটিক বাংলাদেশের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই প্রতিবাদ সমাবেশ আয়োজনে সহযোগিতা করে মুক্তিযোদ্ধা সংসদ ও যুব কমান্ডের যুক্তরাষ্ট্র শাখা। ৭ নভেম্বর শনিবার বিকেল ৩টায় অনুষ্ঠিত এই প্রতিবাদ সমাবেশে যুদ্ধাপরাধীদের পক্ষে ও মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে মানবাধিকার সংগঠন যে বক্তব্য দিয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এ ছাড়া সাম্প্রতিক সময়ে মুক্ত চিন্তার মানুষ, প্রকাশক দীপনসহ ব্লগারদের স্বাধীনতা বিরোধী চক্র একের পর এক যেভাবে হত্যা করেছে তারও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ইউএস কমিটি ফর সেক্যুলার ডেমোক্রেটিক বাংলাদেশের সভাপতি ড. নুরন নবী। পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জাকারিয়া চৌধুরী। বক্তব্য দেন আওয়ামী লীগের নিউইয়র্ক মহানগর শাখার সভাপতি মুক্তিযোদ্ধা নুরন নবী, মুক্তিযোদ্ধা সংসদের যুক্তরাষ্ট্র শাখার আহ্বায়ক ড. আবদুল বাতেন, মুক্তিযোদ্ধা সরাফ সরকার, আর আমিন, সাইদুর রহমান, মঞ্জুরুল আলম, রুহুল আমিন ভূঁইয়া, হ‌ুমায়ূন কবির, আওয়ামী লীগের নিউইয়র্ক মহানগর শাখার সহসভাপতি মাসুদ হোসেন সিরাজী, মুক্তিযোদ্ধা যুব কমান্ডের সাধারণ সম্পাদক কবি শাহিন ইবনে দিলওয়ার, সম্মিলিত আওয়ামী সমর্থক জোটের সাধারণ সম্পাদক সুব্রত তালুকদার, প্রজন্ম ’৭১-র সভাপতি শিবলী সাদেক, স্বেচ্ছাসেবক লীগের যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক সুবল দেবনাথ, কবি রাজিব আহসান, সমাজসেবী ও কমিউনিটি অ্যাকটিভিস্ট ফিরোজ মাহমুদ প্রমুখ।