ই-সিগারেটেও 'না'

সচ্ছল ও তরুণ ধূমপায়ীদের মধ্যে ই-সিগারেট বা ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি ডিভাইস (ইএসডিএস) ব্যবহার বাড়ছে। অর্থমন্ত্রীর ভাষায় যা বিড়ি-সিগারেটের মতো ভয়াবহ। ই-সিগারেট ও সেবন রিফিল পণ্যের আমদানির ওপর ১০ শতাংশ হারে শুল্ক হার আছে। এটি বাড়িয়ে ২৫ শতাংশ করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। আবার ১০০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাবও দেওয়া হয়েছে। তিনি বিড়ি-সিগারেটের পাশাপাশি ই-সিগারেটও বন্ধ করতে চান।