লিটল ফ্লাওয়ার ইন্টা. স্কুল পেল শ্রেষ্ঠ স্কুলের পুরস্কার

লিটল ফ্লাওয়ার ইন্টারন্যাশনাল স্কুল শ্রেষ্ঠ স্কুলের পুরস্কার পেয়েছে। ছবি: বিজ্ঞপ্তি
লিটল ফ্লাওয়ার ইন্টারন্যাশনাল স্কুল শ্রেষ্ঠ স্কুলের পুরস্কার পেয়েছে। ছবি: বিজ্ঞপ্তি

রাজধানীর কাফরুলের কাজীপাড়াস্থ লিটল ফ্লাওয়ার ইন্টারন্যাশনাল স্কুল শ্রেষ্ঠ স্কুলের পুরস্কার পেয়েছে। গত মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের দশম মহাসম্মেলনে স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট তোফায়েল আহাম্মদ তানজীরের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খানের উপস্থিতিতে সাংসদ প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আবুল কালাম আজাদ ক্রেস্ট তুলে দেন। এ ছাড়া সম্মিলিত মেধা তালিকায় প্রথম স্থান পাওয়া কয়েকজন শিক্ষার্থীর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। এরা হলেন একই স্কুলের চতুর্থ শ্রেণিতে প্রথম স্থান পাওয়া মো. ইশফাক হোসেন,৬ষ্ঠ শ্রেণিতে প্রথম স্থান পাওয়া রামিসা আনান,৭ম শ্রেণিতে প্রথম স্থান পাওয়া স্নোভা আক্তার রুকু এবং অষ্টম শ্রেণিতে প্রথম স্থান পাওয়া জাকিয়া আক্তার।

বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের সভাপতিত্বে মহাসচিব ইস্কান্দার আলী হাওলাদারসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য দেন।

বৃত্তির ফলাফলে সারা দেশের প্রায় ২২ হাজার স্কুলের মধ্য থেকে লিটল ফ্লাওয়ার ইন্টা. স্কুল শ্রেষ্ঠ স্কুল নির্বাচিত হয়। চারজন সম্মিলিত মেধা তালিকাসহ বিভিন্ন গ্রেডে বৃত্তি পেয়েছে ৩৫ জন শিক্ষার্থী। এ অর্জনের ব্যাপারে তোফায়েল আহাম্মদ তানজীর বলেন, ১৮ বছরে পা রাখা স্কুলটি শ্রেষ্ঠ স্কুলের পুরস্কার অর্জনে শিক্ষক, ছাত্র-ছাত্রী এবং অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা এবং এলাকাবাসীর আন্তরিক দোয়ার ফসল।

২০০৬ শিক্ষাবর্ষেও ফলাফলেও লিটল ফ্লাওয়ার ইন্টা. স্কুল প্রথমবার শ্রেষ্ঠ স্কুলের পুরস্কার পেয়েছিল। এবার প্রায় এক যুগ পর আবার শ্রেষ্ঠত্ব অর্জন করল। বিজ্ঞপ্তি