বিশ্ব হেপাটাইটিস দিবসে প্রিভেন্টার ফ্রি ভ্যাকসিন ক্যাম্পেইন

বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে প্রতি বছরের ন্যায় এ বছরও মাসব্যাপী হেপাটাইটিস ‘বি’ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু করেছে প্রিভেন্টা ভ্যাকসিন সেন্টার। ক্যাম্পেইনে ভ্যাকসিন সেন্টারে বিনা মূল্যে হেপাটাইটিস ‘বি’ টেস্টের সুবিধা পাওয়া যাবে। এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে কথা হয়েছে, প্রতি বছর ২৮ জুলাই হেপাটাইটিসের সচেতনতার জন্য সারা বিশ্বে বিশ্ব হেপাটাইটিস দিবস পালন করা হয়। এ উপলক্ষে প্রিভেন্টা ভ্যাকসিন সেন্টার প্রতি বছরের ন্যায় এ বছরও মাসব্যাপী (১৫ জুলাই থেকে ১৫ আগস্ট) হেপাটাইটিস ‘বি’ ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু করেছে। ক্যাম্পেইনের সময়ে ভ্যাকসিন সেন্টারে বিনা মূল্যে হেপাটাইটিস ‘বি’ টেস্টের সুবিধা পাওয়া যাবে। এ ছাড়া ১০ শতাংশ ছাড়ে হেপাটাইটিস ‘বি’ এবং ‘এ’ ভ্যাকসিন ক্রয়ের সুবিধাও রয়েছে। হেপাটাইটিস ‘বি’ যেকোনো সময় যে কারও হতে পারে। সারা বিশ্বে প্রতি বছর চার লাখ মানুষ হেপাটাইটিস ‘বি’-তে মারা যায়। যা সচেতনতা ও ভ্যাকসিন নেওয়ার মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব। বিজ্ঞপ্তি।