নতুন টাকা মিলবে ১৩ আগস্ট থেকে

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এবারও নতুন টাকার নোট সংগ্রহ করা যাবে। বাংলাদেশ ব্যাংক ও কয়েকটি ব্যাংকের শাখার মাধ্যমে নতুন টাকা বিনিময় করা হবে।

এ কার্যক্রম শুরু হবে আগামী ১৩ আগস্ট, চলবে ২০ আগস্ট পর্যন্ত। এবার ১০, ২০, ৫০ ও ১০০ টাকা মূল্যমানের নোট বিনিময় করা যাবে।

আগের মতো এবারও এক ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না। তবে নোট উত্তোলনের সময় কাউন্টার থেকে যেকোনো মূল্যের ধাতব মুদ্রা বিনিময় করা যাবে। এক বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়সহ বিভিন্ন শাখা অফিসে নতুন নোট বিনিময় করা যাবে।

এ ছাড়া ঢাকা শহরের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ১৪টি শাখায় নতুন নোট পাওয়া যাবে। ন্যাশনাল ব্যাংকের যাত্রাবাড়ী শাখা, অগ্রণী ব্যাংকের জাতীয় প্রেসক্লাব শাখা, সোস্যাল ইসলামী ব্যাংকের বসুন্ধরা সিটি (পান্থপথ) শাখা, ব্যাংক এশিয়ার ধানমন্ডি শাখা, ঢাকা ব্যাংকের উত্তরা শাখাসহ বিভিন্ন ব্যাংকে নোট বিনিময় করা যাবে।