শিক্ষা খাতে ৫২ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

দেশের মাধ্যমিক শিক্ষা ও শিক্ষার্থীদের মান উন্নয়নে ৫২ কোটি ডলার ঋণ ও অনুদান দেবে বিশ্বব্যাংক। টাকার অঙ্কে এর পরিমাণ প্রায় ৪ হাজার ৩০০ কোটি টাকা।

আজ সোমবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও বিশ্বব্যাংকের মধ্যে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে সই করেন ইআরডি সচিব কাজী শফিকুল আযম ও বিশ্বব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর রাজশ্রী পারালকার। শেরেবাংলা নগরের ইআরডির সম্মেলনকক্ষে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিশ্বব্যাংকের এই অর্থের মধ্যে ৫১ কোটি ডলার ঋণ ও এক কোটি ডলার অনুদান হিসেবে পাওয়া যাবে।

বিশ্বব্যাংকের ঋণদাতা সংস্থা ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ) এই ঋণ দেবে। সুদমুক্ত ৬ বছর রেয়াতে শূন্য দশমিক ৭৫ শতাংশ সার্ভিস চার্জে ৩৮ বছরে এই ঋণ পরিশোধ করতে হবে।