নর্থ সাউথে 'বাংলাদেশের গ্রামীণ জীবনের উন্নতি: বর্তমান ও ভবিষ্যৎ' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটির যৌথ আয়োজনে ‘বাংলাদেশের গ্রামীণ জীবনের উন্নতি: বর্তমান ও ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনারে অতিথিরা। নর্থ সাউথ ইউনিভার্সিটি ক্যাম্পাস, ঢাকা, ১২ আগস্ট। ছবি: বিজ্ঞপ্তি
নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটির যৌথ আয়োজনে ‘বাংলাদেশের গ্রামীণ জীবনের উন্নতি: বর্তমান ও ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনারে অতিথিরা। নর্থ সাউথ ইউনিভার্সিটি ক্যাম্পাস, ঢাকা, ১২ আগস্ট। ছবি: বিজ্ঞপ্তি

নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটির যৌথ আয়োজনে গত রোববার নর্থ সাউথ ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় ‘বাংলাদেশের গ্রামীণ জীবনের উন্নতি: বর্তমান ও ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনার।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান এবং বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার জুলিয়া নিবলেট। সেমিনারে বক্তব্য দেন নর্থ সাউথ ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম এ হাসেম, ট্রাস্টি সদস্য এম এ কাসেম, উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম, অক্সফাম বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. দীপঙ্কর দত্ত, মোনাশ ইউনিভার্সিটির স্টুডেন্ট রিক্রুইটমেণ্ট ও এডমিশনসের ডিরেক্টর অ্যান্ড্রু পিটারস।

নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটির যৌথ আয়োজনে এক সেমিনারে বক্তব্য রাখছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। নর্থ সাউথ ইউনিভার্সিটি ক্যাম্পাস, ঢাকা, ১২ আগস্ট। ছবি: বিজ্ঞপ্তি
নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং অস্ট্রেলিয়ার মোনাশ ইউনিভার্সিটির যৌথ আয়োজনে এক সেমিনারে বক্তব্য রাখছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। নর্থ সাউথ ইউনিভার্সিটি ক্যাম্পাস, ঢাকা, ১২ আগস্ট। ছবি: বিজ্ঞপ্তি

সেমিনারে ‘বাংলাদেশে শিক্ষার অগ্রগতি’ শীর্ষক প্রবন্ধ উত্থাপন করেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. কান্তি অনন্ত নুজহাত এবং মোনাশ ইউনিভার্সিটির ড. আসাদুল ইসলাম। এ ছাড়া ‘বাংলাদেশের মোবাইল টেকনোলজি ও গ্রামীণ জনপদ: বর্তমান ও ভবিষ্যৎ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন মোনাশ ইউনিভার্সিটির ড. লেরি স্টিলমেন এবং মনিশা বিশ্বাস।

সেমিনারে বক্তারা বলেন, চিরাচরিত বাংলাদেশের প্রথাগত কর্মকাণ্ড উধাও হয়ে যাচ্ছে। এর মূল কারণ হলো যোগাযোগপ্রযুক্তি। প্রত্যন্ত অঞ্চলের গৃহবধূ আজ মোবাইল ফোনে ছবি তুলে তাঁদের উৎপাদিত পণ্যের বাজার যাচাই করে বিক্রি করছেন।