কমিউনিটি ব্যাংক পেল পুলিশ

সরকারের মেয়াদের শেষ সময়ে পুলিশ বাহিনীকে একটি ব্যাংক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ ‘কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড’ নামে নতুন এ ব্যাংক চালুর অনুমতি দেওয়ার ব্যাপারে ঐকমত্যে পৌঁছেছে।

এখন প্রস্তাবিত ব্যাংকটিকে লেটার অব ইনটেন্ট বা আগ্রহপত্র দেবে কেন্দ্রীয় ব্যাংক। এরপরই ব্যাংক স্থাপনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে। কেন্দ্রীয় ব্যাংক সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

দেশে বর্তমানে ৫৮টি ব্যাংক কার্যক্রমে আছে। এর মধ্যে বর্তমান সরকারের দুই মেয়াদে ১০টি নতুন ব্যাংক অনুমোদন পায়। এ ক্ষেত্রে দেশি ও প্রবাসী উদ্যোক্তারা ৯টি এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) একটি ব্যাংক (সীমান্ত ব্যাংক) পেয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা এ বিষয়ে বক্তব্য দিতে চাননি। তবে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি শোয়েব রিয়াজ আলম প্রথম আলোকে বলেন, ‘আমরা ৪০০ কোটি টাকা জমা করেছি। কেন্দ্রীয় ব্যাংক মঙ্গলবার আমাদের আগ্রহপত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এরপরই চূড়ান্ত অনুমোদন মিলবে।’

সূত্র জানায়, পুলিশের পক্ষ থেকে ব্যবসায়িক পরিকল্পনা জমা দেওয়ার পরই অনুমোদন দেবে বাংলাদেশ ব্যাংক। তবে এসব শুধুই আনুষ্ঠানিকতা। প্রধান কার্যালয়, শাখা স্থাপন, জনবল নিয়োগসহ নানা প্রক্রিয়া বেশ আগেই শুরু হয়েছে।