যশোরে পাঁচ তারকা হোটেলের যাত্রা শুরু

যশোরে আন্তর্জাতিক মানের পাঁচ তারকা হোটেল ‘জাবির হোটেল ইন্টারন্যাশনাল’-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। ছবি: প্রথম আলো
যশোরে আন্তর্জাতিক মানের পাঁচ তারকা হোটেল ‘জাবির হোটেল ইন্টারন্যাশনাল’-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। ছবি: প্রথম আলো

যশোরে আন্তর্জাতিক মানের পাঁচ তারকা হোটেল ‘জাবির হোটেল ইন্টারন্যাশনাল’-এর যাত্রা শুরু হয়েছে। আজ শনিবার দুপুরে কেক ও ফিতা কেটে হোটেলের উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন চাকলাদার এ হোটেলের মালিক। 

উদ্বোধন শেষে ১৭তলা বিশিষ্ট এ হোটেলের ১৩ তলায় সুধীজনদের নিয়ে সমাবেশ করা হয়। অনুষ্ঠানে উপস্থাপনা করেন চিত্রনায়ক রিয়াজ।
প্রধান অতিথির বক্তব্যে এইচ টি ইমাম বলেন, সরকার দেশের উন্নয়নে অনেক কাজ করছে। কিন্তু শুধু সরকারের উন্নয়ন দিয়ে দেশের সার্বিক উন্নয়ন হবে না। এ জন্য বেসরকারি উদ্যোগ দরকার। তারই অংশ হিসেবে যশোরে পাঁচ তারকা হোটেল গড়ে তোলা হয়েছে। অর্থনৈতিক ও রাজনৈতিক দিক বিবেচনায় যশোর অনেক গুরুত্বপূর্ণ। এখানে এ ধরনের আরও অনেক স্থাপনা বেসরকারি উদ্যোগে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন হোটেলের মালিক শাহীন চাকলাদার।
হোটেলে সুযোগ-সুবিধার ব্যাপারে আয়োজকেরা জানান, হোটেলে আন্তর্জাতিকমানের সব ধরনের সুযোগ-সুবিধা থাকবে। এ হোটেলে রয়েছে তিন ধরনের ৮০টি আবাসন কক্ষ। রয়েছে ২৪ ঘণ্টার ক্যাফে, জিম (ব্যায়ামাগার), স্পা, বার, গেইম জোন (খেলাধুলা কক্ষ), সেলুন, কনফারেন্স (মিলনায়তন), সুইমিং পুল ইত্যাদি।
এর আগে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম যশোর জেলা পরিষদ মিলনায়তনে (বিডি হল) আওয়ামী লীগের কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্য দেন। সেখানে তিনি বলেন, ‘স্বাধীনতার বিপক্ষ শক্তিই আমাদের প্রধান শত্রু; তারা যত ভদ্র চেহারায় বা লেবাসে থাকুক না কেন। ওরা সব সময় আওয়ামী লীগের বিপক্ষে। স্বাধীনতার পর থেকে তারাই আমাদের ওপর আঘাত হানছে, ওরাই ঘাতক আর আমরা আক্রান্ত।’
এইচটি ইমাম বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমাদের বিজয়ের কোনো বিকল্প নেই। আমরা যদি ক্ষমতায় না আসতে পারি, তাহলে আওয়ামী লীগ বিপন্ন হবে; স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন হবে।’
জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার প্রমুখ।