অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ফাইন ফুডসের

গত দুই কার্যদিবস ধরে অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ঘটছে শেয়ারবাজারে তালিকাভুক্ত ফাইন ফুডসের। দুই দিনে কোম্পানিটির শেয়ারের বাজারমূল্য বেড়েছে ৫ টাকা ৬০ পয়সা বা প্রায় ২০ শতাংশ। গতকাল রোববার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যবৃদ্ধির শীর্ষে ছিল কোম্পানিটি। গতকাল এটির শেয়ারের দাম ৩ টাকা বা ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩২ টাকায়।

ডিএসইর তথ্য অনুযায়ী নিম্নমানের এ কোম্পানি বর্তমানে ‘বি’ শ্রেণিভুক্ত। এটির উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে মাত্র ১ শতাংশের মতো শেয়ার। আর সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে প্রায় ৯৯ শতাংশ শেয়ার। মানহীন কোম্পানি হওয়ায় এটির শেয়ারে প্রাতিষ্ঠানিক ও বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগ একেবারে নেই বললেই চলে।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তা-পরিচালকদের হাতে সম্মিলিতভাবে সব সময় ৩০ শতাংশ শেয়ার থাকা বাধ্যতামূলক। কিন্তু ফাইন ফুডসের উদ্যোক্তা-পরিচালকেরা এ নির্দেশনা লঙ্ঘন করেছেন।

ফাইন ফুডসের মতো কোম্পানির শেয়ারের দাম গতকাল ১০ শতাংশ বাড়লেও এদিন শেয়ারবাজারে অধিকাংশ কোম্পানির শেয়ারের দরপতন ঘটেছে। ফলে কমেছে সূচক, সঙ্গে লেনদেনও।