সহজ-এ বিনিয়োগ সিঙ্গাপুরের প্রতিষ্ঠানের

বাংলাদেশের অ্যাপভিত্তিক সেবা প্রতিষ্ঠান সহজ-এ বিনিয়োগ করেছে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান গোল্ডেন গেট ভেঞ্চার। সহজ-এ সিঙ্গাপুরের প্রতিষ্ঠানটি দেড় কোটি ডলার (প্রায় ১২৬ কোটি টাকা) বিনিয়োগ করেছে। সহজ বাংলাদেশে অ্যাপের মাধ্যমে রাইড শেয়ারিং ও টিকিট বিক্রির সেবা দিয়ে আসছে।

রাজধানীর একটি হোটেলে আজ বুধবার বিকেলে সংবাদ সম্মেলনে বিনিয়োগের বিষয়টি ঘোষণা করেন সহজ-এর ব্যবস্থাপনা পরিচালক মালিহা কাদির। তিনি বলেন, ‘আমাদের স্লোগান হচ্ছে জীবনটাকে সহজ করুন। ২০১৪ সালে আমরা যখন যাত্রা শুরু করেছিলাম, তখন আমরা টিকিট সেবা শুরু করেছিলাম। এ বছর আমরা রাইড শেয়ারিং সেবা নিয়ে এসেছি। মোটরসাইকেলের মাধ্যমে এ সেবা দেওয়া হচ্ছে। এই সপ্তাহে কার চালু করেছি। আমাদের প্রতিষ্ঠানে বিদেশি বিনিয়োগ আমাদের আরও উৎসাহিত করবে।’

মালিহা কাদির বলেন, ‘আমাদের প্রতিষ্ঠান খুব শিগগির দেশের বিভিন্ন জেলায় মোটরসাইকেল সেবা চালু করবে। এ ছাড়া একটি অ্যাপের মাধ্যমে আমরা সব সেবা চালুর উদ্যোগ নিচ্ছি।’

সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান গোল্ডেন গেট ভেঞ্চারের অংশীদার জাস্টিন হল বলেন, ‘বাংলাদেশের একটি উদীয়মান প্রতিষ্ঠান সহজ। এর সঙ্গে যুক্ত হতে পেরে আনন্দিত।’ তিনি বলেন, ‘বাংলাদেশ প্রতিনিয়ত উন্নতি করছে। আমি মনে করি সহজ-এ বিনিয়োগ করার মাধ্যমে প্রতিষ্ঠানটি তাদের লক্ষ্য অর্জনে আরও একধাপ এগিয়ে যাবে।’

গোল্ডেন গেট ভেঞ্চারের আরেক অংশীদার জেফ পেইন বলেন, বাংলাদেশ খুব দ্রুত উন্নতি করছে। ইন্দোনেশিয়ার মতো পর্যায়ে আছে বাংলাদেশ। সহজ এখানে ব্যবসার ক্ষেত্রে নেতৃত্বে থাকবে বলে মনে করেন তিনি।