ইলিশে বাজার ভরা, দামও কম

>
  • মৌসুমের শেষ দিকে বেশ খানিকটা কমল ইলিশের দর 
  • গত বছর দাম আরও কম ছিল
  • সস্তায় ইলিশ কিনে রাখতে বাজারে ভিড় করছেন ক্রেতারা
  • ৭–২৮ অক্টোবর পর্যন্ত বাজারে ইলিশ পাওয়া যাবে না
  • মা ইলিশের ডিম ছাড়া নির্বিঘ্ন করতে ২২ দিন নিষেধাজ্ঞা

রাজধানীর বাজারগুলো এখন ইলিশে ভরা। শুধু বাজার নয়, অলিগলি, পাড়া-মহল্লায় ভ্রাম্যমাণ বিক্রেতারা ‘ইলিশ’ ‘ইলিশ’ হাঁক দিয়ে দিনভর ঘুরে বেড়াচ্ছেন। এখন ক্রেতারা যে দরে ইলিশ কিনতে পারছেন, তা এই মৌসুমে সবচেয়ে কম। ইলিশের চাপে বাজারে অন্যান্য মাছের দামও কিছুটা কমেছে।

অবশ্য এ সুসময় বেশি দিন থাকছে না, আগামী ৭ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন বাজারে ইলিশ পাওয়া যাবে না। ‘মা’ ইলিশের ডিম ছাড়া নির্বিঘ্ন করতে মৎস্য অধিদপ্তর এ সময় এ মাছ ধরা, পরিবহন, মজুত ও বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

শেষ সময়ে মোটামুটি সস্তায় ইলিশ কিনে রাখতে বাজারে ভিড় করছেন ক্রেতারা। বিক্রিও বেশ বেড়েছে। সব মিলিয়ে জমজমাট ইলিশের কেনাবেচা।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজার, হাতিরপুল বাজার ও মিরপুরের আগারগাঁও বাজার ঘুরে দেখা গেছে, এক কেজি বা তার কিছু বেশি-কম ওজনের ইলিশ পাওয়া যাচ্ছে। দর কেজিপ্রতি ৮৫০ থেকে ১ হাজার ১০০ টাকা। বিক্রেতারা জানিয়েছেন, সপ্তাহখানেক আগের তুলনায় এই ইলিশের দর কেজিপ্রতি ২০০ টাকা কম। এক কেজির কিছুটা কম ওজনের প্রতিটি ইলিশ বিক্রেতারা ৭০০-৭৫০ টাকা দরে বিক্রি করছেন। ৭০০-৮০০ গ্রাম ওজনের ইলিশের দর প্রতিটি ৬০০ টাকার কাছাকাছি। ৫০০ গ্রামের আশপাশের ওজনের প্রতিটি ইলিশ ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে। এর চেয়ে কম ওজনের ইলিশ আবার কেজি দরে বিক্রি হয়। প্রতি কেজির দর ৪০০-৫৫০ টাকা।

জানতে চাইলে কারওয়ান বাজারের ইলিশ বিক্রেতা মো. সুমন প্রথম আলোকে বলেন, এ মৌসুমে এখন সবচেয়ে কম দরে ইলিশ বিক্রি হচ্ছে। চলতি মাসের শুরু থেকেই ইলিশের সরবরাহ বাড়ছিল। তবে ছয়-সাত দিন ধরে সরবরাহ প্রচুর। এ কারণেই দাম কমেছে। অবশ্য ওই বিক্রেতা উল্লেখ করেন, গত বছরের ইলিশ মৌসুমের সঙ্গে তুলনা করলে এবার দর কিছুটা বেশি।

মৎস্য অধিদপ্তরের হিসাবে, ২০১৬-১৭ অর্থবছরে ইলিশের উৎপাদন ছিল ৪ লাখ ৯৬ হাজার মেট্রিক টন, যা ২০১৭-১৮ অর্থবছরের হিসাবে ৫ লাখ টন ছাড়িয়ে যেতে পারে।

বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন শিকদার প্রথম আলোকে বলেন, কয়েক দিন ধরে ইলিশ বেশি ধরা পড়ছে। তবে মোটা দাগে গত বছরের তুলনায় এখনো কম।