দুই হাজার কোটি টাকা ঋণ দেবে বিশ্বব্যাংক

উপকূলীয় ও সামুদ্রিক মৎস্য খাতের উন্নয়নে ২৪ কোটি ডলার ঋণ দেবে বিশ্বব্যাংক। টাকার অঙ্কে এর পরিমাণ প্রায় ২ হাজার কোটি টাকা। টেকসই সামুদ্রিক মৎস্য প্রকল্পের আওতায় এই অর্থ খরচ হবে।

আজ বৃহস্পতিবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) ও বিশ্বব্যাংকের মধ্যে এই চুক্তি স্বাক্ষর হয়। এতে সই করেন ইআরডি সচিব কাজী শফিকুল আযম ও বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর জাহিদ হোসেন। শেরেবাংলা নগরের ইআরডি সম্মেলনকক্ষে এই অনুষ্ঠান হয়। এতে উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপকূলীয় ১৬টি জেলার এই প্রকল্পটি বাস্তবায়ন হবে। এই প্রকল্পের আওতায় ১০০টি মৎস্য গ্রাম তৈরি করা হবে। এতে মৎস্যজীবীদের ক্ষমতায়ন করা হবে। কাজী শফিকুল আযম বলেন, মৎস্য খাত এ দেশের প্রবৃদ্ধির বড় চালিকা শক্তি। এই খাতটির ব্যাপক সম্ভাবনা আছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বলা হয়, গত এক দশকে বাংলাদেশের অর্থনীতিতে মৎস্য খাতের বার্ষিক অবদান ৪ শতাংশের মতো। তৈরি পোশাকের পর এটি দেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি খাত।