২৫ লাখ টাকার প্রথম পুরস্কারের নম্বর চ-০৪৪৮৯৫৪

বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির (এফপিএবি) লটারির ড্র অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর নয়াপল্টনে এফপিএবির শহীদ ময়েজউদ্দিন মিলনায়তনে গতকাল শনিবার ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) কে এম তারিকুল ইসলামের সভাপতিত্বে এই ড্র অনুষ্ঠিত হয়। এতে ২৫ লাখ টাকার প্রথম পুরস্কারপ্রাপ্ত নম্বর চ-০৪৪৮৯৫৪। এফপিএবির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ। বিশেষ অতিথি ছিলেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জ্যেষ্ঠ সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম এবং এফপিএবির সভাপতি মো. মাসুদুর রহমান।

লটারিতে ৩ লাখ টাকার দ্বিতীয় পুরস্কারপ্রাপ্ত নম্বর ক-০৩৫৯৭৪৯ এবং ৬০ হাজার টাকার তৃতীয় পুরস্কারপ্রাপ্ত নম্বর ঝ-০৪১১১৮৫।

১০ হাজার টাকা করে দুটি চতুর্থ পুরস্কারের নম্বর জ-০৩৩৫৫৮১, ঞ-০১৪৩১৮৪।

৫ হাজার টাকা করে ছয়টি পঞ্চম পুরস্কারের নম্বর চ-০৫০৭৪২০, ক-০১৯৬০৯৮, গ-০৪০৮৪১৭, ঞ-০৪৪২৫৫৯, ঘ-০২৬২৬৩৩, গ-০৩৫০৪৬২।

২ হাজার টাকা করে ৫০টি ষষ্ঠ পুরস্কারের নম্বর (ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, ঝ, ঞ—সব সিরিজের ক্ষেত্রে প্রযোজ্য) ০৩৬১৩০৪, ০৩৭৭৬৭৭, ০৩২৬৭৫১, ০১৫৪১৮৭, ০১৮৪৯৪৬।

দেড় হাজার টাকা করে ১০০টি সপ্তম পুরস্কারের নম্বর (ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, ঝ, ঞ—সব সিরিজের ক্ষেত্রে প্রযোজ্য) ০২৪১৫৮৭, ০১৪৫৪৭৬, ০১৭১৭৪৭, ০৫০০৬৫১, ০২৯৩৮৯১, ০২৮৬৯৭৪, ০৪৬০৯২০, ০৪০৭৪৫৪, ০১০৬৬৪১, ০১৮১০৮২।

১ হাজার টাকা করে ৮৪০টি অষ্টম পুরস্কারের নম্বর (ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ, জ, ঝ, ঞ—সব সিরিজের ক্ষেত্রে প্রযোজ্য) ০৩২৬৫১৮, ০১৯৪০৯৩, ০২৫২৩৭১, ০৪৫৬২৯০, ০২১৮৮৬৬, ০২৯৩২৮৭, ০২৫৫০৩৮, ০২৯৩০৫৪, ০৩৩৩৯৮২, ০১৪২২৩৪, ০৩৬৩৬৫৯, ০২৫৩০৬৯, ০১৩৮০৮৬, ০৪৭৬৫৮০, ০৫১৫৫৬২, ০৩৭০২৫৮, ০৪৪০১২৮, ০১০৭৩৬৩, ০১১০৩৪১, ০১৪২৯৮৪, ০৩৭১৭৪৩, ০৩৫৯৩০৯, ০২৮২৮৮২, ০৩৭৮৪৯৬, ০১৯৪৩৪৫, ০৪৬৫১৯৫, ০৩৮১৮৮৯, ০২৯০৬৫৩, ০৩৩৪১৭২, ০১৭১২০০, ০৫০০৭৯০, ০২৭৩৬৬০, ০৩৭৫২৭০, ০১৮৮৫৫২, ০২৪১২৫৯, ০৩০৫৩৭৮, ০১০৭৮২৮, ০৩২৮৯৪৪, ০৩৫৯৮২৫, ০৪৬৫৮১৮, ০১৭৫৮০১, ০২৮২৭১৬, ০৩৮১৩৫০, ০৩৫১৭৩০, ০৩৬০১৯৯, ০৫১৬৪৩৮, ০১১৭০৬৮, ০৩২৫৫৭৮, ০৪৭৫২৯০, ০১৪৩০০৯, ০২৮৭১৬৫, ০২৫৩৩৯৬, ০১৬৫৫২০, ০৪০১৭৬২, ০৩৬০৩৫২, ০৪৫৩১৭৭, ০৩৮৬২২৪, ০৫১১২৩১, ০৫১৫৭৯৮, ০৫১৫৭৫৮, ০৩৮১২৪৩, ০২৫২৩১৭, ০৩০৬২৮৪, ০২৫২৪২৩, ০৪৭৫৩২৬, ০৪০৩২৪৩, ০১২৭৮৪২, ০৪৫৮২৯৯, ০৪৬৪৭৯৩, ০৩০৪৩০৭, ০৩৭০৭৪৭, ০১৬১৪৫৫, ০১৩২৪৫০, ০২১২১৯৩, ০৩৭৬৮৮৫, ০৫১০৬৬৬, ০১১৭৩৬৯, ০২৫২৬৮৯, ০১৪২০৪৪, ০৩৮০২১৪, ০৩৯৮৫৯২, ০৪৬৬৪৭৩, ০২৫২৭৯৫, ০৩৬৮৭২৬।

ড্রয়ের ফলাফল মুঠোফোনের মাধ্যমে জানতে মেসেজ অপশনে গিয়ে FPAB<স্পেস>লটারির টিকিটের সিরিজ ও নম্বর লিখে পাঠিয়ে দিন ২৬৯৬৯ নম্বরে। আগামী এক মাসের মধ্যে পুরস্কারের জন্য দাবিনামা পেশ করতে হবে। বিজ্ঞপ্তি