বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের আকস্মিক পদত্যাগ

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। ছবি: রয়টার্স
বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম। ছবি: রয়টার্স

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট জিম ইয়ং কিম তাঁর পদ ছাড়ছেন। গতকাল সোমবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। 


জিম অনেকটা আকস্মিকভাবেই তাঁর পদত্যাগের ঘোষণা দেন। হঠাৎ করে পদত্যাগ করার কোনো কারণ দেখাননি তিনি।

ছয় বছর ধরে বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের পদে আছেন জিম। তাঁর পদত্যাগ আগামী ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।

২০১২ সালের জুলাই থেকে জিম বিশ্বব্যাংকের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে আসছেন।

২০১৭ সালের ১ জুলাই থেকে পাঁচ বছরের জন্য দ্বিতীয় মেয়াদে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট হন জিম। সে অনুযায়ী, ৫৯ বছর বয়সী জিমের এই দফার মেয়াদ ২০২২ সালে শেষ হওয়ার কথা। কিন্তু মেয়াদ পূর্ণ হওয়ার আগেই সরে যাচ্ছেন তিনি।

এক বিবৃতিতে জিম বলেছেন, বিশ্বব্যাংকের মতো একটি অসাধারণ প্রতিষ্ঠানের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতে পারাটা তাঁর জন্য অসামান্য সম্মানের ব্যাপার।

বিশ্বব্যাংক জানিয়েছে, জিম একটি ফার্মে যোগ দেবেন। তিনি উন্নয়নশীল দেশে অবকাঠামোগত বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে গুরুত্ব দেবেন।

জিম চলে গেলে তাঁর স্থলে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন বিশ্বব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস্টালিনা জর্জিয়েভা।