ঊর্ধ্বমুখী ধারায় পুঁজিবাজার

এক দিন দরপতনের পর আবার ঊর্ধ্বমুখী প্রবণতায় ফিরে এসেছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স। আজ মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবস দুপুর ১২টা পর্যন্ত ডিএসইএক্স সূচক বেড়েছে ২১ পয়েন্ট। সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৮৫৭ পয়েন্টে।

ডিএসই ওয়েবসাইট সূত্রে জানা গেছে, দুপুর ১২টা পর্যন্ত ডিএসইতে লেনদেনের পরিমাণ ৪৮১ কোটি ১৩ লাখ টাকা। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৯টির, কমেছে ১১৬টির, অপরিবর্তিত আছে ৪৪টির দর।

দুপুর ১২টা পর্যন্ত লেনদেনের শীর্ষে আছে খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, ফাসফাইন্যান্স, আলহাজ টেক্সটাইল, বিবিএস কেবলস, ইউনাইটেড ফাইন্যান্স, ওয়াটা কেমিক্যাল, অ্যাকটিভ ফাইন্যান্স, অলিম্পিক, জিএসপি ফাইন্যান্স, জেএমআই সাইরিংগস। অর্থাৎ আজ আর্থিক খাতের প্রতিষ্ঠানগুলোর শেয়ারের লেনদেন বেশি হতে দেখা যাচ্ছে।

চলতি বছরের শুরু থেকে ঊর্ধ্বমুখী প্রবণতার রয়েছে ডিএসই। চলতি সপ্তাহের প্রথম কার্যদিবস ডিএসইএক্স সূচক বৃদ্ধি পায় ৬৩ পয়েন্ট। এরপর গতকাল সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস কিছুটা মূল্য সংশোধন হয় ডিএসইতে। সূচক কমে ২৩ পয়েন্ট। তবে লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ১৪৬ কোটি টাকা, যা প্রায় ১৪ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, নির্বাচনের পর রাজনৈতিকভাবে কিছুটা স্থিতিশীলতা আসায় পুঁজিবাজারে বেশ কয়েক দিন ধরে ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে। ১ জানুয়ারি থেকে গতকাল পর্যন্ত ডিএসইএক্স বেড়েছে ৪৫২ পয়েন্ট।

অন্যদিকে, দুপুর ১২টা পর্যন্ত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক বেড়েছে ৩ পয়েন্ট।