সাফা অ্যাওয়ার্ড পেল ব্র্যাক

২০১৭ সালের সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউনট্যান্টস সাফা অ্যাওয়ার্ড পেয়েছে ব্র্যাক। ব্র্যাকের পক্ষে পুরস্কার গ্রহণ করেন সংস্থাটির ফিন্যান্স বিভাগের পরিচালক তুষার ভৌমিক। পুনে, ভারত, ২২ জানুয়ারি। ছবি: বিজ্ঞপ্তি
২০১৭ সালের সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউনট্যান্টস সাফা অ্যাওয়ার্ড পেয়েছে ব্র্যাক। ব্র্যাকের পক্ষে পুরস্কার গ্রহণ করেন সংস্থাটির ফিন্যান্স বিভাগের পরিচালক তুষার ভৌমিক। পুনে, ভারত, ২২ জানুয়ারি। ছবি: বিজ্ঞপ্তি

শ্রেষ্ঠ বার্ষিক আর্থিক প্রতিবেদনের জন্য ২০১৭ সালের সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউনট্যান্টস সাফা অ্যাওয়ার্ড পেয়েছে বিশ্বের বৃহত্তম বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। গতকাল মঙ্গলবার ভারতের পুনেতে এক অনুষ্ঠানে বেসরকারি সংস্থা ক্যাটাগরিতে ব্র্যাককে এই পুরস্কার দেওয়া হয়। ব্র্যাকের পক্ষে পুরস্কার গ্রহণ করেন সংস্থাটির ফিন্যান্স বিভাগের পরিচালক তুষার ভৌমিক। 

আজ বুধবার ব্র্যাকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। ‘স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন’ এই তিনটি দিকে গুরুত্ব দিয়ে পুরস্কার দেওয়া হয়ে থাকে বলে জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

তুষার ভৌমিককে উদ্ধৃত করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নিয়মিত ও পদ্ধতিগতভাবে ব্র্যাকের আর্থিক হিসাবের নিরীক্ষা হয়। আর্থিক হিসাব-নিকাশের বিবরণী পুরোপুরি প্রকাশ করার মাধ্যমে প্রতিষ্ঠানে জবাবদিহি নিশ্চিত করা আমাদের উদ্দেশ্য।’ তিনি বলেন, ‘আমাদের করপোরেট গভর্ন্যান্স খুব শক্তিশালী, যা আমাদের সেরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট উপস্থাপনের ক্ষেত্রে মূল ভূমিকা পালন করে।’

ব্র্যাকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছর ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউনট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) ব্র্যাককে সেরা আর্থিক প্রতিবেদনের পুরস্কার দেয়। তারপর আইসিএবি ব্র্যাকের আর্থিক প্রতিবেদন ‘সাফা’র কাছে পাঠায়। সেখানে সার্কভুক্ত ৮টি দেশ থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের পাঠানো আর্থিক প্রতিবেদন যাচাই-বাছাই ও মূল্যায়নের পর ব্র্যাককে পুরস্কারটি দেওয়া হয়।