ডিএসইতে লেনদেনের গতি কম

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত আছে দেশের দুই পুঁজিবাজারে। আজ মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবস দুপুর ১২টা পর্যন্ত দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩ পয়েন্ট, অবস্থান করছে ৫ হাজার ৮৩১ পয়েন্টে। তবে লেনদেনের গতি বেশ কম আজ ডিএসইতে।

দুপুর ১২টা পর্যন্ত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৫ পয়েন্ট।

ডিএসই ওয়েবসাইট সূত্রে জানা যায়, দুপুর ১২টা পর্যন্ত ডিএসইতে লেনদেনের পরিমাণ ২৬৫ কোটি টাকা, যা গতকাল সোমবারের চেয়ে বেশ কম। গতকাল এ সময় পর্যন্ত লেনদেনের পরিমাণ ছিল ৩৫৭ কোটি টাকা। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৩টির। কমেছে ১২৫টির। অপরিবর্তিত ৫০টির দর।

দুপুর ১২টা পর্যন্ত লেনদেনের শীর্ষে রয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড, মুন্নু সিরামিকস, সিম টেক্সটাইল, পাওয়ার গ্রিড, বাংলাদেশ শিপিং করপোরেশন, সিঙ্গারবিডি, বাংলাদেশ ন্যাশনাল ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেড, বারাকা পাওয়ার ও সুহৃদ।

গত কার্যদিবসে লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫ হাজার ৮২৮ পয়েন্টে। মোট লেনদেন হয় ৮৮৯ কোটি টাকা।