ভেনেজুয়েলায় তেলের রাজস্ব কেড়ে নিতে বিরোধী দলের পদক্ষেপ

ভেনেজুয়েলার স্বঘোষিত অন্তর্বর্তী সরকার রাষ্ট্রীয় তেল কোম্পানি পিডিভিএসএর নতুন অস্থায়ী বোর্ডের নামকরণ করেছে। ছবি: রয়টার্স
ভেনেজুয়েলার স্বঘোষিত অন্তর্বর্তী সরকার রাষ্ট্রীয় তেল কোম্পানি পিডিভিএসএর নতুন অস্থায়ী বোর্ডের নামকরণ করেছে। ছবি: রয়টার্স

ভেনেজুয়েলায় সমাজতান্ত্রিক নিকোলা মাদুরো সরকারের তেলের রাজস্ব কেড়ে নিতে পদক্ষেপ নিয়েছে বিরোধী দল। রাষ্ট্রীয় তেল কোম্পানি পিডিভিএসএর নতুন পরিচালনা পর্ষদের নাম ঘোষণা করেছে ভেনেজুয়েলার স্বঘোষিত অন্তর্বর্তী সরকার। প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আরও আর্থিক চাপে ফেলতে ও তাঁর সরকারের তেলের রাজস্বপ্রবাহ বন্ধ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ভেনেজুয়েলায় অর্থনৈতিক সংকটের কারণে কয়েক বছর ধরে ক্রমেই অজনপ্রিয় হয়ে উঠেছেন সমাজতান্ত্রিক প্রেসিডেন্ট মাদুরো। এ পরিস্থিতিতে গত ২৩ জানুয়ারি কারাকাসে বিরোধীদের বিক্ষোভ চলাকালে প্রেসিডেন্ট মাদুরোকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে হুয়ান গুয়াইদো নিজেকে ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ঘোষণা করেন। এরই মধ্যে তিনি যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি ক্ষমতাধর রাষ্ট্রের কাছ থেকে সমর্থন পেয়েছেন। তবে দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরো বলেছেন, তিনি দেশটির বৈধ নেতা। গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে মাদুরো জানান, আগে হোক বা পরে, গুয়াইদোকে বিচারের মুখোমুখি হতে হবে।

যদিও বেশ কয়েকটি পশ্চিমা দেশ গুয়াইদোকে রাষ্ট্রের বৈধ প্রধান হিসেবে স্বীকৃতি দিয়েছে, তবে মাদুরো রাষ্ট্রীয় সংস্থার নিয়ন্ত্রণ ধরে রেখেছেন। এখন গুয়াইদোর অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য অর্থের প্রয়োজন রয়েছে। এমন অবস্থায় রাজস্ব আদায়ের সবচেয়ে বড় পথ নিজের দখলে নেওয়া গুয়াইদোর জন্য গুরুত্বপূর্ণ।

গতকাল বুধবার এক টুইটে গুয়াইদো বলেন, ‘নতুন পরিচালনা পর্ষদ গঠনের মাধ্যমে আমরা পিডিভিএসএর পুনর্গঠনের জন্য এক ধাপ এগিয়েছি। এই সিদ্ধান্তের মাধ্যমে আমরা কেবল আমাদের সম্পদ রক্ষা করছি তা নয়, আমরা অব্যাহত ধ্বংস এড়াতেও চেষ্টা করছি।’

ঋণের বোঝা, ব্যাপক দুর্নীতি এবং অবকাঠামো রক্ষণাবেক্ষণের অভাবে পিডিভিএসএর অপরিশোধিত তেলের উৎপাদন ৭০ বছরের নিচে নেমে এসেছে। এর মধ্যে গত ২৮ জানুয়ারি তেল বিক্রির আয়ে প্রেসিডেন্টের প্রবেশাধিকার ঠেকাতে যুক্তরাষ্ট্র কঠিন অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেয়।