রাজধানীতে খাবার ও আতিথেয়তা প্রদর্শনী

রাজধানীতে প্রথমবারের মতো শুরু হয়েছে তিন দিনের খাদ্য ও আতিথেয়তা প্রদর্শনী। বাংলাদেশ ছাড়াও বিদেশি অনেক প্রতিষ্ঠান ও ব্র্যান্ড এ প্রদর্শনীতে অংশ নিয়েছে। উদ্বোধনের পর প্রদর্শনীর একটি স্টলে পণ্য দেখছেন দর্শনার্থীরা। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরা, ঢাকা, ১৪ ফেব্রুয়ারি। ছবি: প্রথম আলো
রাজধানীতে প্রথমবারের মতো শুরু হয়েছে তিন দিনের খাদ্য ও আতিথেয়তা প্রদর্শনী। বাংলাদেশ ছাড়াও বিদেশি অনেক প্রতিষ্ঠান ও ব্র্যান্ড এ প্রদর্শনীতে অংশ নিয়েছে। উদ্বোধনের পর প্রদর্শনীর একটি স্টলে পণ্য দেখছেন দর্শনার্থীরা। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরা, ঢাকা, ১৪ ফেব্রুয়ারি। ছবি: প্রথম আলো

বিশ্বের কাছে বাংলাদেশের বিভিন্ন ধরনের মজাদার খাবারকে পরিচিত করাতে রাজধানীতে শুরু হয়েছে তিন দিনের খাবার ও আতিথেয়তা বা ফুড অ্যান্ড হসপিটালিটি প্রদর্শনী। আজ বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে শুরু হয়েছে এ প্রদর্শনী। বাংলাদেশ পর্যটন করপোরেশনের তত্ত্বাবধানে প্রথমবারের মতো প্রদর্শনীটির আয়োজন করেছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল হসপিটালিটি অ্যাসোসিয়েশন (বিহা) এবং ওয়েম বাংলাদেশ লিমিটেড। 

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী প্রদর্শনীর উদ্বোধন করে বলেন, বাংলাদেশ মানেই শুধু ঢাকা নয়, তাই পর্যটনশিল্পের বিকাশে ঢাকার বাইরের এলাকাগুলো নিয়ে কাজ করতে হবে। পর্যটনের ক্ষেত্রে চট্টগ্রাম, কক্সবাজার, পার্বত্য অঞ্চলগুলো অত্যন্ত সম্ভাবনাময় এলাকা।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিমান ও পর্যটন সচিব মো. মহিবুল ইসলাম, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান আখতার উজ জামান খান, বিহার সভাপতি এইচ এম হাকিম আলী, বাংলাদেশ রেস্টুরেন্ট মালিক সমিতির সভাপতি ও এফবিসিসিআইয়ের পরিচালক খন্দকার রুহুল আমিন প্রমুখ।

উদ্বোধনের পর প্রধান অতিথিসহ অন্য অতিথিরা প্রদর্শনীতে অংশ নেওয়া বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল ঘুরে দেখেন এবং অংশগ্রহণকারীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন। তিন দিনের এ প্রদর্শনী চলবে আগামীকাল শনিবার পর্যন্ত।

প্রথমবারের মতো আয়োজিত এ প্রদর্শনীতে বাংলাদেশ ছাড়াও ভারত, মালয়েশিয়া, মেসিডোনিয়া, থাইল্যান্ড, চীন, ইতালি, স্পেনের বিভিন্ন প্রতিষ্ঠান ও দেড় শতাধিক ব্র্যান্ড, ২০০ জন আন্তর্জাতিক প্রতিনিধি অংশ নিচ্ছেন।