ডিএসইতে ২ ঘণ্টায় লেনদেন ৪০৫ কোটি টাকা

সপ্তাহের প্রথম কার্যদিবসেই সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন হচ্ছে দেশের দুই পুঁজিবাজারে

আজ রোববার দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২৯ পয়েন্ট।

দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৭১ পয়েন্ট। তা ১৭ হাজার ৬৭৩ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসই ওয়েবসাইট সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ডিএসইতে লেনদেনের পরিমাণ ৪০৫ কোটি ৬৫ লাখ টাকা। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬১টির। কমেছে ১৪৫টির। অপরিবর্তিত ৩১টির দর।

দুপুর সাড়ে ১২টা পর্যন্ত লেনদেনের শীর্ষে রয়েছে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড, ফরচুন সুজ, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, প্রিমিয়ার ব্যাংক, মুন্নু সিরামিকস, ভিএফএস থ্রেড ডায়িং লিমিটেড, নুরানি ডায়িং অ্যান্ড সোয়েটার লিমিটেড, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও মার্কেন্টাইল ইনস্যুরেন্স।

গত কার্যদিবসে লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ১ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫ হাজার ৭৫০ পয়েন্টে। মোট লেনদেন হয় ৯৩২ কোটি ৩৭ লাখ টাকা।

অন্যদিকে, সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করে ১৭ হাজার ৬০২ পয়েন্টে।