ঊর্ধ্বমুখী সূচক, বেড়েছে লেনদেন

শেয়ারবাজার
শেয়ারবাজার

সূচকের কিছুটা ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা যাচ্ছে দেশের দুই পুঁজিবাজারে

আজ বুধবার চলতি সপ্তাহের শেষ কার্যদিবসে দুপুর ১২টা পর্যন্ত দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৬ পয়েন্ট।

একই সময় পর্যন্ত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৫ পয়েন্ট। তা ১৭ হাজার ৫৭৩ পয়েন্টে অবস্থান করছে।

আগামীকাল শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় লেনদেন বন্ধ থাকবে।

ডিএসই ওয়েবসাইট সূত্রে জানা যায়, দুপুর ১২টা পর্যন্ত ডিএসইতে লেনদেনের পরিমাণ ২৪৩ কোটি ৩৬ লাখ টাকা, যা গতকালের চেয়ে কিছুটা বেশি। গতকাল এ সময় পর্যন্ত লেনদেনের পরিমাণ ছিল ২০৩ কোটি ৪৮ লাখ টাকা। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪২টির। কমেছে ১৩৩টির। অপরিবর্তিত ৫৬টির দর।

দুপুর ১২টা পর্যন্ত লেনদেনের শীর্ষে রয়েছে মুন্নু সিরামিকস, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, লিগ্যাসি ফুটওয়্যার, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড, খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড, ফরচুন সুজ, স্কয়ার ফার্মা, মুন্নু স্টাফলার, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও ডাচ্‌–বাংলা ব্যাংক লিমিটেড।

গত কার্যদিবসে লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫ হাজার ৭৩৫ পয়েন্টে। মোট লেনদেন হয় ৬১১ কোটি ৭৬ লাখ টাকা।

অন্যদিকে, সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৭ হাজার ৫৬৮ পয়েন্টে।