নিউজিল্যান্ড ডেইরি বাংলাদেশে নিয়ে এল ক্যালসি-প্রো

নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্টস বাজারে নিয়ে এসেছে ‘ক্যালসি-প্রো’। পণ্যটি বাজারে আনা উপলক্ষে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিভিন্ন অঙ্গনে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা জানানো হয়। ২২ ফেব্রুয়ারি, ২০১৯। ছবি: আশরাফুল আলম।
নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্টস বাজারে নিয়ে এসেছে ‘ক্যালসি-প্রো’। পণ্যটি বাজারে আনা উপলক্ষে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় বিভিন্ন অঙ্গনে অবদান রাখা বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা জানানো হয়। ২২ ফেব্রুয়ারি, ২০১৯। ছবি: আশরাফুল আলম।

নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্টস বাজারে নিয়ে এসেছে ‘ক্যালসি-প্রো’। এটি উচ্চ ক্যালসিয়াম সমৃদ্ধ ননিবিহীন মিল্ক পাউডার। পণ্যটি বাজারে আনা উপলক্ষে আজ শুক্রবার রাতে ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কার ও নেপালে নিযুক্ত নিউজিল্যান্ডের হাইকমিশনার জোয়ানা কেম্পকারস, নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এ মল্লিক, নিউজিল্যান্ড ডেইরি প্রোডাক্টস বাংলাদেশ লিমিটেডের অন্যতম পৃষ্ঠপোষক ফন্টেরা লিমিটেডের টেকনিক্যাল ম্যানেজার জেরাড ও’সুলিভান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী প্রমুখ বক্তব্য দেন।

অনুষ্ঠানে ‘ক্যালসি-প্রো’-এর স্বাস্থ্যগত বিভিন্ন গুণ তুলে ধরা হয়। সেখানে বলা হয়, ক্যালসি-প্রো হাড়ের ক্ষয় প্রতিরোধে সহায়তা করে। হাড়ের ক্ষয়রোগ অস্টিওপোরোসিস নামে পরিচিত। বর্তমানে প্রতি তিনজন নারীর মধ্যে একজন নারী এবং প্রতি পাঁচজন পুরুষের মধ্যে একজন পুরুষ এ রোগে আক্রান্ত হচ্ছে। ‘ক্যালসি-প্রো’ তিনটি বিশেষ ধাপের মাধ্যমে হাড়ে সঠিকভাবে প্রোটিন, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, জিংক ও ভিটামিন পৌঁছে দেয়। এর ফলে হাড়ের গঠন মজবুত হয় এবং হাড় শক্তিশালী হয়ে ওঠে।

অনুষ্ঠান শেষে বিভিন্ন পর্যায়ের তারকাদের সম্মাননা জানানো হয়। আয়োজকেরা বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন, সাবেক ক্রিকেট খেলোয়াড় মেহরাব হোসেন অপি, জাতীয় নারী ক্রিকেট দলের খেলোয়াড় জাহানারা আলম, গলফার সিদ্দিকুর রহমান, এভারেস্ট জয়ী নিশাত মজুমদার, নৃত্যশিল্পী ও অভিনেত্রী নাদিয়া আহমেদ ও ভারোত্তোলক মাবিয়া আক্তারকে সম্মাননা জানান।