এক দিন পরই সূচক নিম্নমুখী

এক দিন পরই দর কমছে দেশের দুই পুঁজিবাজারে। আজ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস দুপুর সাড়ে ১২টা পর্যন্ত দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ২৩ পয়েন্ট। দুই ঘণ্টায় লেনদেন হয়েছে ৩১৬ কোটি ৪৭ লাখ টাকা।

একই সময় পর্যন্ত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ২৬ পয়েন্ট। তা ১৭ হাজার ৪৭৫ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসই ওয়েবসাইট সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টা পর্যন্ত হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১০টির। কমেছে ১৭১টির। অপরিবর্তিত ৫৫টির।

দুপুর সাড়ে ১২টা পর্যন্ত লেনদেনের শীর্ষে রয়েছে মুন্নু সিরামিকস, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড, প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, স্কয়ার ফার্মা, ফরচুন সুজ, ন্যাশনাল টিউবস, সিঙ্গারবিডি, আলিফ ইন্ডাস্ট্রিজ ও ব্র্যাক ব্যাংক লিমিটেড।

গত কার্যদিবসে লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫ হাজার ৭২৩ পয়েন্টে। মোট লেনদেন হয় ৬৬২ কোটি ২৭ লাখ টাকা।