পুঁজিবাজারে মাঝারি দরপতন

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার মাঝারি দরপতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে আজ প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৪০ পয়েন্ট। গত কার্যদিবসের চেয়ে সামান্য বেড়েছে লেনদেন। আজ মোট লেনদেন হয়েছে ৬৮২ কোটি টাকা।

হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৩টির। কমেছে ২২৭টির। অপরিবর্তিত আছে ৪৩টির দর। গত কার্যদিবসে লেনদেন শেষে ডিএসইএক্স সূচক বাড়ে ১১ পয়েন্ট। মোট লেনদেন হয় ৬৬২ কোটি ২৭ লাখ টাকা।

আজ লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো মুন্নু সিরামিকস, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড, স্কয়ার ফার্মা, প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, ফরচুন সুজ, সিঙ্গারবিডি, ন্যাশনাল টিউবস, অলিম্পিক ও আরিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

দর বাড়ার শীর্ষে যে ১০ কোম্পানি, সেগুলো হলো জেনেক্স ইনফোজ লিমিটেড, মার্কেন্টাইল ইনস্যুরেন্স, কে অ্যান্ড কিউ, সাফকো স্পিনিং, ইস্টল্যান্ড, আইসিবি অগ্রণী ফাস্ট মিউচুয়াল ফান্ড, সোনার বাংলা ইনস্যুরেন্স, রূপালী ব্যাংক লিমিটেড, রেকিট বেনকুইজার ও এবিবি ফাস্ট মিউচুয়াল ফান্ড।

দর কমার শীর্ষে ১০ কোম্পানি হলো আরএকে সিরামিকস, মুন্নু সিরামিকস, ভ্যানগার্ড এএমএল, ফার্স্ট ফাইন্যান্স, বে লিজিং, সিএনএ টেক্সটাইল, মুন্নু স্টাফলার, তুংঘাই, রূপালী লাইফ ইনস্যুরেন্স ও ইস্টার্ন হাউজিং লিমিটেড।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৭৫ পয়েন্ট কমে অবস্থান করেছে ১৭ হাজার ৪২৬ পয়েন্টে। লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে দর বেড়েছে ৫৭টির, কমেছে ১৪৩টির। অপরিবর্তিত ৩৩টির।