পুঁজিবাজারে সূচকের মিশ্র প্রবণতা

সূচকের উত্থান-পতনের মধ্য দিয়ে লেনদেন হচ্ছে দেশের দুই পুঁজিবাজারে। আজ বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দুপুর ১২টা পর্যন্ত দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স অবস্থান করছে ৫ হাজার ৯২৩ পয়েন্টে।

দুপুর ১২টা পর্যন্ত চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ২১ পয়েন্ট।

ডিএসই ওয়েবসাইট সূত্রে জানা যায়, দুপুর ১২টা পর্যন্ত ডিএসইতে লেনদেনের পরিমাণ ৪১২ কোটি টাকা, যা গত কার্যদিবসের চেয়ে বেশি। গতকাল এ এই সময় পর্যন্ত লেনদেন হয় ৩৭১ কোটি টাকা। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৫টির। কমেছে ১৩০টির। অপরিবর্তিত ৪০টির দর।

দুপুর ১২টা পর্যন্ত লেনদেনের শীর্ষে রয়েছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, আরএসআরএম স্টিল, বেক্সিমকো, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, ইস্টার্ন হাউজিং লিমিটেড, গ্রামীণফোন, সোনার বাংলা ইনস্যুরেন্স, লিগ্যাসি ফুটওয়্যার, মেঘনা পেট্রোলিয়াম ও ইস্টল্যান্ড।

গত কার্যদিবসে লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ২০ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৫ হাজার ৯২৪ পয়েন্টে। মোট লেনদেন হয় ৯৪৫ কোটি টাকা।