ডিএসইতে সূচক ও লেনদেন কমেছে

ঢাকা স্টক এক্সচেঞ্জ
ঢাকা স্টক এক্সচেঞ্জ

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার সামান্য দরপতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। সপ্তাহের চতুর্থ কার্যদিবসে আজ প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১ পয়েন্ট। গত কার্যদিবসের তুলনায় কমেছে লেনদেনের পরিমাণও। আজ মোট লেনদেন হয়েছে ৫৬৮ কোটি ৮৭ লাখ টাকা।

হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৫টির। কমেছে ১৮০টির। অপরিবর্তিত আছে ৫১টির দর। গত কার্যদিবসে লেনদেন শেষে ডিএসইএক্স সূচক বাড়ে ৫ পয়েন্ট। মোট লেনদেন হয় ৫৭৫ কোটি ১৮ লাখ টাকা।

আজ লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হলো মুন্নু সিরামিকস, সিঙ্গারবিডি, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড, প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, ব্র্যাক ব্যাংক লিমিটেড, ফরচুন সুজ, ডাচ-বাংলা ব্যাংক ও এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

দর বাড়ার শীর্ষে যে ১০ কোম্পানি সেগুলো হলো: পিএফ ফাস্ট মিউচুয়াল ফান্ড, তাকাফুল ইনস্যুরেন্স, এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, রুপালি ব্যাংক লিমিটেড, প্রভাতী ইনস্যুরেন্স, ইস্টার্ন কেবলস, আইসিবিইএমপিএফ ফাস্ট মিউচুয়াল ফান্ড, ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড, উত্তরা ব্যাংক লিমিটেড ও সায়হাম টেক্সটাইল।

দর কমার শীর্ষে ১০ কোম্পানি হলো সাভার রিফ্যাক্টরিজ লিমিটেড, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ, মেঘনা কনডেন্সড মিল্ক, ইমাম বাটন, প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, নর্দান ইনস্যুরেন্স, ইফাদ অটোজ, জুট স্পিনিং, মোজাফ্ফর হোসেন স্পিনিং মিল ও তাল্লু স্পিনিং।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৩ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৭ হাজার ৪১৫ পয়েন্টে। লেনদেনে অংশ নেওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে দর বেড়েছে ৯১টির, কমেছে ১২৩টির। অপরিবর্তিত ৩২টির।