'নারীর প্রজনন স্বাস্থ্যের সুরক্ষা, নারীর অধিকার' শীর্ষক সমাবেশ অনুষ্ঠিত

ঢাকার দরিদ্র সুবিধাবঞ্চিত শতাধিক কিশোর-কিশোরীকে নিয়ে মিরপুরে অনুষ্ঠিত হয়েছে ‘নারীর প্রজনন স্বাস্থ্যের সুরক্ষা, নারীর অধিকার’ শীর্ষক সম্মেলন। আদর্শ উচ্চবিদ্যালয়, মিরপুর। ছবি: সংবাদ বিজ্ঞপ্তি
ঢাকার দরিদ্র সুবিধাবঞ্চিত শতাধিক কিশোর-কিশোরীকে নিয়ে মিরপুরে অনুষ্ঠিত হয়েছে ‘নারীর প্রজনন স্বাস্থ্যের সুরক্ষা, নারীর অধিকার’ শীর্ষক সম্মেলন। আদর্শ উচ্চবিদ্যালয়, মিরপুর। ছবি: সংবাদ বিজ্ঞপ্তি

ঢাকা শহরের দরিদ্র সুবিধাবঞ্চিত শতাধিক কিশোর-কিশোরীকে নিয়ে মিরপুর–১০–এ অবস্থিত আদর্শ উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ‘নারীর প্রজনন স্বাস্থ্যের সুরক্ষা, নারীর অধিকার’ শীর্ষক সম্মেলন। 

গত বছরও পরিবার পরিকল্পনা অধিদপ্তর সুবিধাবঞ্চিত কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়াতে এমন সম্মেলনের আয়োজন করেছিল। যার ধারাবাহিকতায় এবারও কিশোর-কিশোরীদের জন্য এই আয়োজন করা হয়। যাতে অংশগ্রহণকারী ছিল মিরপুর এলাকার সুবিধাবঞ্চিত শতাধিক কিশোর-কিশোরী। আলোচনার পাশাপাশি এই সম্মেলনে এ বছর যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা এবং অধিকার, পরিচ্ছন্নতা, স্বপ্নদোষ, এইচআইভি এইডস, মাদকাসক্তি, সাইবার অপরাধ, বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ, সারভাইক্যাল ক্যানসার প্রতিরোধ, যৌনবাহিত রোগ ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা, ভিডিও প্রদর্শনী, নাটিকা এবং কোরিওগ্রাফি পরিবেশন করে বস্তি এলাকার কিশোর-কিশোরীরা।

অনুষ্ঠানের অতিথিরা তাঁদের বক্তব্যে যৌন ও প্রজনন স্বাস্থ্যসেবা এবং অধিকার রক্ষায় কিশোর-কিশোরীদের ভূমিকা নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, আইইএম ইউনিটের পরিচালক, লাইন ডাইরেক্টর আইইসি আশরাফুন্নেসা বলেন, কৈশোর থেকেই প্রজনন স্বাস্থ্যের ওপর বিশেষ নজর রাখতে হবে। সব ভয়–লজ্জা কাটিয়ে বন্ধু আর বড়দের সঙ্গে, প্রয়োজনে স্কুলের শিক্ষকদের সঙ্গে বয়ঃসন্ধিকালীন সমস্যা নিয়ে কথা বলতে হবে।

সম্মেলনের শুরুতে সম্মানিত প্রধান অতিথি কিশোর-কিশোরী এবং বিশেষ অতিথিদের নিয়ে বেলুন উড়িয়ে উদ্বোধনী অনুষ্ঠানের ঘোষণা করেন। আদর্শ উচ্চবিদ্যালয়, মিরপুর। ছবি: সংবাদ বিজ্ঞপ্তি
সম্মেলনের শুরুতে সম্মানিত প্রধান অতিথি কিশোর-কিশোরী এবং বিশেষ অতিথিদের নিয়ে বেলুন উড়িয়ে উদ্বোধনী অনুষ্ঠানের ঘোষণা করেন। আদর্শ উচ্চবিদ্যালয়, মিরপুর। ছবি: সংবাদ বিজ্ঞপ্তি

উপস্থিত কিশোর-কিশোরীর মধ্য থেকে দুজন তাদের গত সম্মেলনের পরের উপকারিতার কথা জানায়। সেই সঙ্গে বাল্যবিবাহ প্রতিরোধ ও এ–সংক্রান্ত আইন মেনে চলা এবং কৈশোরবান্ধব স্বাস্থ্যসেবার ওপর বিশেষ গুরুত্ব প্রদান করেন বক্তারা। বাল্যবিবাহ রোধের ওপর একটি নাটিকা প্রদর্শিত হয়।

সম্মেলনের শুরুতে সম্মানিত প্রধান অতিথি সব কিশোর-কিশোরী এবং বিশেষ অতিথিদের নিয়ে বেলুন উড়িয়ে উদ্বোধনী অনুষ্ঠানের ঘোষণা করেন। নেপথ্যে এই সময় বাজানো হয় ‘ফুলের মতো হাসতে চাই, সকাল দুপুর রাতে, পাখির মতো ভাসতে চাই, সুনীল আকাশটাতে’ গানটি।

কিশোর সম্মেলন আয়োজন করেছে পরিবার পরিকল্পনা অধিদপ্তর এবং বাস্তবায়ন করেছে মেরী স্টোপস বাংলাদেশ ও বাপসা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক মো. মিজানুর রহমান, মেরী স্টোপস বাংলাদেশের পরিচালক, এক্সটারনাল রিলেশনস অ্যান্ড নিউ বিজনেস ডেভেলপমেন্ট ড. ফারহানা আহমেদ। অতিথি ছিলেন মিরপুরের আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরে আলম, সম্মেলনে স্বাগত বক্তব্য দেন বাপসার নির্বাহী পরিচালক আলতাফ হোসেন প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।