বাংলাদেশে সিরামিক কোম্পানি আসাহি এতোর যাত্রা শুরু

আসাহি এতোর উদ্বোধনী অনুষ্ঠান। ছবি: সংগৃহীত
আসাহি এতোর উদ্বোধনী অনুষ্ঠান। ছবি: সংগৃহীত

দেশের বাজারে যাত্রা শুরু করেছে জাপানের সিরামিক কোম্পানি ‘আসাহি এতো’। বাংলাদেশের বাজারে এখন থেকে প্রতিষ্ঠানটির স্যানিটারি ওয়্যার আইটেম অ্যান্ড এক্সেসরিজ পাওয়া যাবে।

গত সোমবার রাজধানীর র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন ‘আসাহি এতো’র উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত হিরোইয়াসু ইযুমি, আসাহি এতো এর গ্লোবাল প্রেসিডেন্ট কজি মাচিমত, সুবাসার প্রেসিডেন্ট মাসাহিতো সিমোজো প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হিরোইয়াসু ইযুমি বলেন, ‘একক দেশ হিসেবে বাংলাদেশে বিনিয়োগে জাপান প্রথম এবং এগিয়ে। সেখানে বাংলাদেশের বাজারে জাপানি কোম্পানি হিসেবে আসাহি এতোর যাত্রা শুরুতে আমি প্রতিষ্ঠানটিকে স্বাগতম জানাচ্ছি।’

আসাহি এতোর প্রেসিডেন্ট কজি মাচিমত বলেন, ‘বাংলাদেশে আজ থেকে যাত্রা শুরু করলাম। আমাদের পণ্য গ্রাহকদের কাছে সহজলভ্য হবে এবং তারা পছন্দ করবে।’

সুবাসার প্রেসিডেন্ট মাসাহিতো সিমোজো বলেন, ‘গ্রাহকদের কাছে দ্রুত পৌঁছানোর জন্য আমরা বাংলাদেশে শাখা চালু করেছি। গ্রাহকদের মানসম্মত সেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।’