আফগানিস্তান সিরিজের অফিশিয়াল টাইটেল স্পনসর 'ওভাই'

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কর্মকর্তারা। ছবি: সংগৃহীত
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কর্মকর্তারা। ছবি: সংগৃহীত

বাংলাদেশ বনাম আফগানিস্তান সিরিজের অফিশিয়াল টাইটেল স্পনসর হলো দেশের খ্যাতনামা অ্যাপভিত্তিক রাইড শেয়ারিং কোম্পানি ‘ওভাই’।

সম্প্রতি ওভাইয়ের কার্যালয়ে বাংলাদেশ বনাম আফগানিস্তান সিরিজের গ্রাউন্ড রাইটস হোল্ডার প্রতিষ্ঠান কে-স্পোর্টসের সঙ্গে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়।

চুক্তিতে কে-স্পোর্টসের পক্ষে পরিচালক আশফাক আহমেদ ও ওভাইয়ের পক্ষে চিফ অপারেটিং অফিসার কাজী ওমর ফেরদৌস স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কে-স্পোর্টসের চিফ অপারেটিং অফিসার মাহবুবুর রশিদ, ওভাইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এ কে এম ফজলে এলাহী, মো. মাসরুর রহিম সাদাত, তমাল কুমার, মাহামুদুর রহমান প্রমুখ। বিসিবির তথ্য অনুযায়ী, টুর্নামেন্টটি সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি