অ্যাপোলো হাসপাতালে প্রথম সচেতন মস্তিষ্কে অস্ত্রোপচার

অ্যাপোলা হাসপাতালের সৌজন্যে।
অ্যাপোলা হাসপাতালের সৌজন্যে।

ঢাকার অ্যাপোলো হাসপাতালে বাংলাদেশের প্রথম সচেতন মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। প্রখ্যাত নিউরোসার্জন অমিতাভ চন্দ এই অস্ত্রোপচার করেছেন।

সচেতন অস্ত্রোপচার বা অ্যাওয়েক ক্রনিওটমি এক ধরনের আধুনিক অস্ত্রোপচার। এ ধরনের অস্ত্রোপচারের সময় রোগী জাগ্রত থাকে।

মস্তিষ্কের অস্ত্রোপচার বেশ জটিল। আধুনিক প্রযুক্তির কল্যাণে এখন সহজ হয়েছে মস্তিষ্কের অস্ত্রোপচার বা ব্রেইন সার্জারি।