ছবিতে প্রথম জাতীয় শিল্প মেলা

>

দেশে উৎপাদিত পণ্য ও সেবার বাজার সম্প্রসারণের লক্ষ্যে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়েছে প্রথম জাতীয় শিল্প মেলা। সরকারের শিল্প মন্ত্রণালয় সাত দিনের এই মেলার আয়োজন করেছে। গতকাল রোববার মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে বিনিয়োগ বাড়ানো এই মেলার মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন আয়োজকেরা। সারা দেশ থেকে মেলায় ছোট-বড় মোট ৩০০ উদ্যোক্তা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। ছবিগুলো আজ সোমবারের।

১ / ১১
এক নারী উদ্যোক্তার স্টলে ক্রেতারা পণ্য দেখছেন। মেলায় ৫২ শতাংশ নারী উদ্যোক্তা অংশ নিয়েছেন।
এক নারী উদ্যোক্তার স্টলে ক্রেতারা পণ্য দেখছেন। মেলায় ৫২ শতাংশ নারী উদ্যোক্তা অংশ নিয়েছেন।
২ / ১১
জামদানি শাড়ির একটি স্টল।
জামদানি শাড়ির একটি স্টল।
৩ / ১১
দেশে তৈরি এই বয়লারের দাম ১২ লাখ টাকা।
দেশে তৈরি এই বয়লারের দাম ১২ লাখ টাকা।
৪ / ১১
মেলায় পাওয়া যাচ্ছে ঘরসজ্জার নানা পণ্য।
মেলায় পাওয়া যাচ্ছে ঘরসজ্জার নানা পণ্য।
৫ / ১১
নানা নকশার থ্রিপিস নিয়ে মেলায় এক নারী উদ্যোক্তা।
নানা নকশার থ্রিপিস নিয়ে মেলায় এক নারী উদ্যোক্তা।
৬ / ১১
মেলায় রয়েছে বেশ কিছু চামড়াজাত পণ্যের স্টল।
মেলায় রয়েছে বেশ কিছু চামড়াজাত পণ্যের স্টল।
৭ / ১১
সাজিয়ে রাখা হয়েছে পাটজাত পণ্য।
সাজিয়ে রাখা হয়েছে পাটজাত পণ্য।
৮ / ১১
চায়ের কেটলিতে শোভা পাচ্ছে রিকশা-পেইন্টিং।
চায়ের কেটলিতে শোভা পাচ্ছে রিকশা-পেইন্টিং।
৯ / ১১
মেলায় পাওয়া যাচ্ছে হাতে তৈরি নানা পণ্য।
মেলায় পাওয়া যাচ্ছে হাতে তৈরি নানা পণ্য।
১০ / ১১
ঘরসজ্জার নানা পণ্য নিয়ে অনেকে এসেছেন মেলায়।
ঘরসজ্জার নানা পণ্য নিয়ে অনেকে এসেছেন মেলায়।
১১ / ১১
দেশে তৈরি এসব চামড়াজাত পণ্য বিদেশে রপ্তানি হচ্ছে।
দেশে তৈরি এসব চামড়াজাত পণ্য বিদেশে রপ্তানি হচ্ছে।