সূচক বাড়ছে দুই পুঁজিবাজারে

সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন হচ্ছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শুরু থেকেই সূচক বাড়তে দেখা যায়। দুপুর সাড়ে ১২টা নাগাদ প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৩০ পয়েন্ট। অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক বেড়েছে ৫৫ পয়েন্ট।

আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ ডিএসইতে হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে বেশির ভাগের দর বেড়েছে। ২৪০টি কোম্পানির শেয়ারের দর বেড়েছে, কমেছে ৫৩টির, অপরিবর্তিত আছে ৪৭টির দর। এ সময় পর্যন্ত মোট লেনদেনের পরিমাণ ১৬৪ কোটি ৫৫ লাখ টাকা।

দুপুর সাড়ে ১২টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলো হলো বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড, বাংলাদেশ শিপিং করপোরেশন, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, মুন্নু সিরামিকস, ইস্টার্ন ক্যাবলস, স্টান্ডার্ড সিরামিকস, ফরচুন সুজ, মুন্নু স্টাফলার, সিটি ব্যাংক লিমিটেড ও লিগ্যাসি ফুটওয়্যার।

গতকাল বুধবার ডিএসইতে সূচক বাড়লেও সিএসইতে সার্বিক সূচক কমে ১৭ পয়েন্ট।